খাদি কাপড়ের তৎকালীন মূল্য কেমন ছিল?
বিভিন্ন উৎস থেকে জানা যায়, ১৯২৬-২৭ সালে একটি ৮ হাত লম্বা ধূতি বিক্রি হতো মাত্র পাঁচসিকে দামে। সে সময় কুমিল্লা অভয় আশ্রম প্রায় ৯ লাখ টাকা মূল্যের খাদি কাপড় বিক্রি করে আর এতেই বোঝা যায় কতটা জনপ্রিয় হয়ে উঠে খাদি কাপড়। আর এও জানা যায় এত বিক্রির আর উৎপাদনের পরেও চাহিদা সবসময়ই বেশি ছিল উৎপাদনের চেয়ে।