যে সময় এই কবিতাগুলাে রচিত হয় কবি তখন এক গভীরতম সংকটের মধ্যে বিপন্ন, প্রায় বিধ্বস্ত; যেন হঠাৎ নেমে আসতে থাকে শুধুই অন্ধকার, অসুস্থতা, অসহায়ত্ব ঘিরে ফেলে তাঁকে, কিছুই যখন করার নেই আর তখন সেই বিপর্যয় ও বিচ্ছিন্নতার ভেতর কবিতাই হয়ে ওঠে একমাত্র অবলম্বন, কী আশ্চর্য আবেগে জেগে ওঠে দেশ, জন্মভূমি, সেখানেই আশ্রয় খোঁজেন কবি; আত্মধ্যান ও আত্মঅনুসন্ধানের পথে আহরণ করতে থাকেন একেকটি অসামান্য পঙক্তি যা একান্তই নিবিড় তন্ময়তার মধ্যে পাওয়া, সেইসব উপলব্ধি ও অনুভব সম্পূর্ণই এক পৃথক জগতের সন্ধান দেয়, আমাদের বিস্মিত ও শিহরিত করে; কবিতাগুলােতে কবি বারবার নিজেকেই নিষ্ঠুর সত্যের মুখােমুখি দাঁড় করিয়েছেন, আবিষ্কার করেছেন বাইরের আপাত শুদ্ধতার গভীরে অসংখ্য ক্লেদ, কলুষতা, পতন, পরাজয়, এ যেন দিব্যচোখে দ্যাখা অসাধারণ আত্মঅবলােকন, পড়লেই বােঝা যায়, কবিতাগুলাে এক আচ্ছন্ন বিভাের কবির স্বতন্ত্র রচনা; প্রায় ভারসাম্যহীন অসংলগ্ন জীবনের আঘাত ও বেদনার মধ্যেও তিনি প্রত্যক্ষ করেছেন মানুষের জাগরণ, জাগ্রত বাংলাদেশ, তাকেই ভেবেছেন আরাধ্য, তাকেই ভেবেছেন প্রণম্য।
Title | : | বাংলাদেশ তোমাকে প্রণাম |
Author | : | মহাদেব সাহা |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845021685 |
Edition | : | 2014 |
Number of Pages | : | 56 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |