যারা প্রোগ্রামিং শিখতে চান, তাদের জন্য সবচেয়ে জরুরি হলো একটা স্টার্টিং পয়েন্ট। এর জন্য এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেছে নেয়া উচিত, যেটা শেখা সহজ এবং যা আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন।
বর্তমানে ডেস্কটপ সফটওয়্যার, ওয়েব এবং অ্যাপ ডেভেলপমেন্টে যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজগুলো ব্যবহার করা হয়, যেমন, জাভা, সি প্লাস প্লাস সবই বানানো হয়েছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে। স্ট্রাকচারড ল্যাঙ্গুয়েজ হওয়ার কারণে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার চেয়ে সি শেখা সহজ। বর্তমানে অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম, কম্পিউটার গ্রাফিক্স, গেমস, কম্পিউটেশনাল প্ল্যাটফর্মসহ অনেক জায়গায় সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তাই এ কোর্সে সি ল্যাঙ্গুয়েজ শিখে প্রোগ্রামিং জগতে আপনি একটি হেডস্টার্ট পেয়ে যাবেন।