এক আশ্চর্য সাপলুডুর সংসার ছিল কুসুমাবুজির। অকালে স্বামীর মৃত্যু তারপর ছেলেকে মানুষ করে বিয়ে দিয়ে খানিকটা থিতু হয়েছেন। এক ধলপ্রহরে তিনি জায়নামাযের পাশে শুয়ে বােবা নাতিটির চিন্তায় আকুল হচ্ছিলেন। তার ভাবনার জমাট অন্ধকারে নাতি মনসুরের আরােগ্য ভাবনা। তার মৌন মুখের চামড়ায় অবশ্য সেই উৎকণ্ঠার কোলাহল ছিল না। আধাে ঘুম জাগরণে চোখের জলাভূমিতে স্পষ্ট হয়ে উঠে এক ভয়ঙ্কর দৃশ্য। গ্রামের নদীর জল বদলে যাচ্ছে। রক্তের স্রোতের মতাে নদী, আকাশের জমিনেও তার দহন ... অথচ কুসুমাবুজি ছিলেন একসময় গ্রামবাসীর স্বস্তি, বিশ্বাস, যাবতীয় মুশকিলের আসান। আকাঙ্কষার প্রতীক।... কাসান্দ্রা মিসর গাথার এক নারী। কুসুমাবুজি সাধনায় বা অলৌকিক ক্ষমতায় ভবিষ্যতকে অনুভব করতে পারতেন। আর কাসান্দ্রাও অনায়াসে দূর অদৃষ্টকে দেখতে পেত। অ্যাপােলাের আশীর্বাদে অনন্য ক্ষমতার অধিকারিণী হয়েছিল সে।... বিল্লাল জায়গীরদারের ধারালাে রামদা নিপুণ ভঙ্গিমায় দুলে উঠেছিল ক্রীড়ারত গােখরার মতাে। নৃশংসতার বিষে দংশিত হয়েছিল ১৩ বছরের বােবা কিশাের মনসুর। সন্ত্রাসের বিষাক্ত লাভায় হাওয়ায় ভাসে কান্না। অনিবার্য বেদনায় ঝলসে উঠে রােদ। ক্ষত আর দহনে ধর্ষিত হয় মানুষের বিশ্বাস। .... পরদিন ভরদুপুরে জোলাপাড়ার রমিজ খবর নিয়ে আসে, গতরাতে ঢাকার রাজপথ রক্তে ভেসেছে। বন্দুকের বাটে। জিঘাংসার অন্ধকারে কতিপয় মানুষের বিবেকের চশমাটা ডুবে গিয়েছিল।
Title | : | কাসান্দ্রা : ১৯৭৫ |
Author | : | আনা ইসলাম |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848685901 |
Edition | : | 2010 |
Number of Pages | : | 120 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |