রাজা চলে যাবে। রাজা এখান থেকে চলে যাবে! রাজার
সঙ্গে যখন তখন বুলবুলির আর দেখা হবে না! দিন
দুপুরে কিংবা গভীর রাতে রাজা এসে ছেলেমানুষের
মতাে আর ভাত চাইবে না! বুলবুলির ওপর রাগ করে
নিজের ছােট ডিঙ্গি নাও বেয়ে চলে যাবে না
রজতরেখার ওপার। পরানের বউর কথা বলে রাগাবে
না বুলবুলিকে! বুলবুলি চেনে এমন কোলও পুরুষের
কথা ভেবে ঈর্ষায় আর জ্বলে যাবে না রাজার বুক! কেন।
এমন হবে ? কেন? বুলবুলি তাহলে কি নিয়ে থাকবে!
সত্যিকার আপন জগৎ সংসারে এখন রাজা ছাড়া
বুলবুলির আর কেউ নেই। দূরে গ্রামে আছে ভাই
ভাবীরা। তাদের ছেলেমেয়েরা। কিন্তু তারা কেউ
বুলবুলির কথা মনে রাখেনি। একদা এক সংসারে বউ
হয়ে গিয়েছিল বুলবুলি। পেট বাঁজা বলে স্বামী লােকটা
তাকে ছেড়ে দিয়েছে। এখন অন্য নারী নিয়ে সংসার
করে। বুলবুলির কথা ভুলেও মনে করে না। জগৎ
সংসারের কোথাও এখন আর এমন কেউ নেই বুলবুলির,
মুহূর্তের জন্যে বুলবুলির কথা যার মনে পড়ে। বুলবুলি
বেঁচে আছে কি মরে গেছে সে নিয়ে বিন্দুমাত্র উৎকণ্ঠা
নেই কারও। এক ছিল রাজা, সেও বুলবুলিকে ছেড়ে
যাচ্ছে! বুলবুলি এখন কি নিয়ে বেঁচে থাকে।
কাকে নিয়ে বেঁচে থাকবে!
Title | : | দ্বিতীয় প্রেম |
Author | : | ইমদাদুল হক মিলন |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848684174 |
Edition | : | 2007 |
Number of Pages | : | 104 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |