অর্থনীতি ও বৈশ্বিক নিরাপত্তা অঙ্গাঙ্গি জড়িত। বিগত শতকে তিনবার বিশ্ব অর্থব্যবস্থা ধ্বসের মুখে পড়েছে। দুইবার তা বিশ্বযুদ্ধে গড়িয়েছে। স্নায়ুযুদ্ধ অবসানের পর অর্থনীতি দেশগুলোর দ্বিতীয় সারির এজেন্ডা থেকে প্রথম সারিতে উঠে এসেছে। স্নায়ুযুদ্ধকালে সব দেশের মনযোগের প্রধান কেন্দ্রবিন্দু ছিল- নিরাপত্তা, ভৌগোলিক অখণ্ডতা। কিন্তু কোল্ড ওয়ার সমাপ্ত হওয়ার পর অর্থনীতিই হয়ে উঠে দেশগুলোর মূখ্যচিন্তা। বিশেষত, অর্থনীতিকে হাতিয়ার বানিয়ে চিনের বিস্ময়কর উত্থানের পর ‘ইকোনোমি’ শুধু উন্নয়নে সীমাবদ্ধ নেই, বরং ‘ইকোনোমিক উইপন’এ পরিণত হয়েছে।
ফলে স্বাভাবিকভাবেই অর্থনীতি, বিশ্বনিরাপত্তায় অর্থনীতির ভূমিকা এবং অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদানগুলো আলোচনায় আসার কথা, কিন্তু আসছে না। কেন? বইয়ের শেষ নাগাদ আপনি উত্তর পেয়ে যাবেন।
...
জেমস রিকার্ডস নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার রাইটার। মার্কিন আইনজীবি, ভাষ্যকার, ইনভেস্টমেন্ট বিশেষজ্ঞ। তিন দশকের বেশি সময় ধরে প্রত্যক্ষভাবে বিনিয়োগ, বিনিয়োগ পরামর্শ এবং বড় বড় অর্থনৈতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতালব্ধ। মার্কিন সরকারের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক নীতিনির্ধারণী বৈঠকের গুরুত্বপূর্ণ ‘অতিথি’।
ফলে পড়তে শুরু করেছি, এবং শেষ করতে করতে সম্পূর্ণ নতুন চিন্তাজগতের সাথে পরিচিত হয়েছি।