বই : ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ ১১-১৫
লেখক : মুহাম্মদ শামীমুল বারী
প্রকাশকাল : ফেব্রুয়ারি, ২০২২
সংস্করণ : ১ম
মূল্য : ৪৫০ টাকা (ফিক্সড)
ফ্ল্যাপ :
আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার বায়না ধরে, কখনো-বা কিছু পড়তে চায়। তখন আপনি কী করেন? কী গল্প শুনিয়ে দেন? আচ্ছা, তাদের হাতে কি রূপকথার কোনো গল্পের বই তুলে দেওয়ার কথা ভাবছেন? তাহলে নিশ্চিত থাকুন, মনের অজান্তেই শিশুর মনে শিরক ও কুফরের বীজ বপন করে দিচ্ছেন!
অথচ, পবিত্র কুরআনে রয়েছে অসংখ্য চমৎকার কাহিনি, ভ্রমণবৃত্তান্ত, সেরা ব্যক্তিদের জীবনী, মন্দ লোকদের করুণ ইতিহাস, বহু শিক্ষামূলক ঘটনা, জীবনকে সঠিক পথে পরিচালনা করার দিকনির্দেশনা, দুআ ও প্রার্থনা—এ সবই আমাদের আলোর পথ দেখিয়ে দিতে পারে। কুরআনুল কারিমের অনুপম কাহিনিগুলো পড়ে আমাদের শিশুরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। শিশুমনে বিশ্বাসের পরশ বুলিয়ে দিতেই ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ।
এ সিরিজ শিশুদের জন্য দারুণ এক উপহার। এটি তাদের সাহসী, আত্মবিশ্বাসী ও সত্যবাদীরূপে গড়ে উঠতে সহায়তা করবে—যাতে তারা নিজেদেরকে মা-বাবার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে পারে, ইনশাআল্লাহ।
দুই বাগানের মালিক-১১
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-96335-3-2
ফ্ল্যাপ :
‘অহংকার করলে মানুষের পতন হয়’—কুরআনে বর্ণিত এ গল্পে তেমনই এক ঘটনা বলা হয়েছে। এক ব্যক্তি দুই দুইটি বাগানের মালিক হয়েও কীভাবে নিঃস্ব হয়ে গেল, তার করুণ কাহিনি এখানে বর্ণনা করা হয়েছে। এ গল্প থেকে আমাদের এ শিক্ষাই দেওয়া হয়েছে যে, কখনো অহংকার ও বড়াই করব না। সব সময় আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করব।
লোকমান হাকিমের উপদেশ-১২
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95
ফ্ল্যাপ :
লোকমান হাকিম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। তিনি আল্লাহর অনেক প্রিয় ছিলেন। লোকেরা তাঁর ভালো ভালো কথা ও প্রয়োজনীয় উপদেশগুলো খুব পছন্দ করত। সেগুলো লিখে রাখত। একে অপরকে বলে বেড়াত। এসব উপদেশ মেনে জীবন চালাত। লোকমান হাকিম তাঁর ছেলেকে যে উপদেশ দিয়েছিলেন—তা বিশ্ববিখ্যাত হয়ে যায়। আমরা এই গল্পে সেসব কথা জানতে পারব।
আয়লার বানরগুলো-১৩
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95
ফ্ল্যাপ :
বক্র স্বভাব ও অবাধ্যতার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, তার নজির হলো আয়লার সব বানর। কেন আয়লার সেই সব অভিশপ্ত মানুষ বানরে পরিণত হলো, সেটাই জানা যাবে এ গল্পে। মূূলত আল্লাহ ও তাঁর রাসূলদের কথা শুনলে এবং সে অনুযায়ী চললে দুুনিয়ায় শান্তি ও আখিরাতে মুক্তি মিলবে।
কাবার চত্বরে প্রথম সালাত-১৪
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95
ফ্ল্যাপ :
কাবা ঘর হলো মুসলিমদের কিবলা। প্রথমে সেই কাবা ঘরই ছিল কাফির-মুশরিকদের দখলে। তখন কাফির-মুশরিকদের নেতা ছিল আবু জাহেল। সে ছিল ভয়ংকর লোক। যে কেউ ইসলাম গ্রহণ করলে সে তার ওপর ভীষণ নির্যাতন করত। সেই কাবা ঘরেই আল্লাহর প্রিয়নবি যখন প্রথম সালাত আদায় করলেন, তখন আবু জাহেল তেলে- বেগুনে জ¦লে উঠে নিবৃত্ত করতে গিয়ে তার সাথে কী হয়েছিল—সেই মজার ঘটনাই এ গল্পে বর্ণিত হয়েছে।
ওয়ালিদ ইবনে মুগিরার ফিরে যাওয়া-১৫
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95
ফ্ল্যাপ :
ওয়ালিদ ইবনে মুগিরা কুরাইশদের মস্তবড়ো সরদার। কট্টর ইসলামবিরোধী। হঠাৎ একদিন সে ইসলাম গ্রহণ করতে এগিয়ে এলো। আবার ফিরেও গেল, কিন্তু কেন এমন ঘটল? এ মজার ঘটনাটি জানা যাবে এ গল্পে। আসলে আল্লাহ তায়ালা যার কপালে হিদায়াত লিখে রেখেছেন, সে-ই হিদায়াত পায়।