‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ (৬-১০ খণ্ড)
লেখক : মুহাম্মদ শামীমুল বারী
প্রকাশকাল : ২০২১
সংস্করণ : ১ম
মূল্য : ৪৫০ টাকা (ফিক্সড)
ফ্ল্যাপ : আপনার শিশু নিশ্চয়ই গল্প শোনার বায়না ধরে, কখনো-বা কিছু পড়তে চায়। তখন আপনি কী করেন? কী গল্প শুনিয়ে দেন? আচ্ছা, তাদের হাতে কি রূপকথার কোনো গল্পের বই তুলে দেওয়া কথা ভাবছেন? তাহলে নিশ্চিত থাকুন- মনের অজান্তেই শিশুর মনে শিরক ও কুফরের বীজ বপন করে দিচ্ছেন!
অথচ, পবিত্র কুরআনে রয়েছে অসংখ্য চমৎকার কাহিনি, ভ্রমণবৃত্তান্ত, সেরা ব্যক্তিদের জীবনী, মন্দ লোকদের করুণ ইতিহাস, বহু শিক্ষামূলক ঘটনা, জীবনকে সঠিক পথে পরিচালনা করার দিকনির্দেশনা, দুআ ও প্রার্থনা। এ সবই আমাদের আলোর পথ দেখিয়ে দিতে পারে। কুরআনুল কারিমের অনুপম কাহিনিগুলো পড়ে আমাদের শিশুরা তাদের জীবনের দিশা খুঁজে পাবে। শিশুমনে বিশ্বাসের পরশ বুলিয়ে দিতেই ‘গল্পে গল্পে আল কুরআন’ সিরিজ।
এ সিরিজ শিশুদের জন্য দারুণ এক উপহার। এই সিরিজ শিশুদের সাহসী, আত্মবিশ্বাসী ও সত্যবাদীরূপে গড়ে উঠতে সহায়তা করবে। যাতে তারা মা-বাবার জন্য সাদাকায়ে জারিয়া হিসেবে আত্মপ্রকাশ করতে পারে, ইনশাআল্লাহ।
সোলায়মান আলাইহিস সালাম ও পিঁপড়ে বাহিনী-৬
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95126-4-6
ফ্ল্যাপ : পিঁপড়ের মতো এত ক্ষুদ্র প্রাণীর সাথে সোলায়মান আলাইহিস সালামের কী ঘটেছিল, তা জানা যাবে এই গল্পে। এ গল্প থেকে আমরা শিক্ষা পাই, আল্লাহ কাউকে কোনো নিয়ামত দিলে অহংকার প্রকাশ না করে বিনয়ী হতে হয় এবং সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতে হয়।
হাবিল-কাবিলের গল্প-৭
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95126-3-9
ফ্ল্যাপ : হিংসায় পড়ে মানুষ কী না করতে পারে- এ গল্পে তা-ই দেখা যায়। লোভ-লালসা-হিংসা মানুষকে কেমন অমানুষ করে দেয়Ñকাবিল তার উত্তম উদাহরণ। এই গল্পে যে শিক্ষা পাই তা হলো-রাগের মাথায় কোনো অন্যায় করতে হয় না। হিংসা ধ্বংস ডেকে আনে। সব সময় লোভ-লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কখনো কোনো পাপ কাজ করব না এবং পাপ কাজের সূচনাকারীও হব না।
আকাশ থেকে নেমে এলো খাদ্যসম্ভার-৮
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95126-2-2
ফ্ল্যাপ : আল্লাহ তায়ালার অসীম ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটেছে এ গল্পে। ঈসা আলাইহিস সালামের অনুসারীদের আসমানি খাবার চাওয়ার আবেদন এবং এ পরিপ্রেক্ষিতে আল্লাহ তায়ালা কী করেছিলেন, তার বর্ণনাই এখানে এসেছে। গল্প থেকে আমরা এ শিক্ষাই পাই যে, আল্লাহর নিয়ামত পেলে আমরা সব সময় তাঁর শুকরিয়া আদায় করব, আল্লাহর কথা মেনে চলব। আল্লাহর কথা না মানলে কঠিন শাস্তি পেতে হয়। মাঝে মাঝে আল্লাহ তায়ালা তা দুনিয়াতেই দেখিয়ে থাকেন।
মুসা আলাইহিস সালাম ও জাদুকরগণ-৯
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95126-1-5
ফ্ল্যাপ : বুকে সাহস নিয়ে মুসা আলাইহিস সালাম গেলেন অত্যাচারী রাজা ফেরাউনের দরবারে দ্বীনের দাওয়াত দিতে। ফেরাউন তো নবির মুখে আল্লাহর কথা শুনে রেগে আগুন! নবিকে এক্ষুনি শায়েস্তা করা দরকার। এই ভেবে ফেরাউন রাজ্যের বড়ো বড়ো সব জাদুকরদের নিয়ে এলো! রাজ্যের সমস্ত জনগণ এক জায়গায় হাজির হলো। একদিকে বড়ো বড়ো সব জাদুকর, অন্যদিকে মুসা আলাইহিস সালাম একাই!
তারপর কী হলো?
জানতে হলে চলো, পড়ে ফেলি পুরো গল্পটা!
ইবরাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের বিতর্ক-১০
পৃষ্ঠা : ২৪
মূল্য : ১০০ টাকা (ফিক্সড)
আইএসবিএন : 978-984-95126-0-8
ফ্ল্যাপ : ইবরাহিম আলাইহিস সালামের সাথে বিতর্কে হেরে নমরুদ অনুতপ্ত না হয়ে আরও বেশি গোমরাহ হয়ে যায়। যুগে যুগে সব অত্যাচারীরা এমনই আচরণ করেছিল। তারা মানুষের ওপর জোর করে তাদের সবকিছু চাপিয়ে দিত। তারা কখনো যুক্তি মানতো না, সত্যকে গ্রহণ করত না। এমন অবস্থা যেন আমাদের কখনো না হয়- এ গল্প থেকে এ শিক্ষাই নিতে হবে।