বই সংক্ষেপ: ইতিহাসের সমুদ্রতল থেকে তুলে আনা মান্না পান্না হীরা মুক্তো অমূল্য কড়ি ও নুড়ির সমাহার ইতিহাসের জানালা। মানবসভ্যতার সুদীর্ঘ অভিযাত্রার বাঁকে বাঁকে গেঁথে থাকা অনেক অনুদ্ঘাটিত রহস্যের অনুসন্ধান এতে গ্রন্থিত হয়েছে। ছোট ছোট অনেক ইতিহাসের সমন্বিত পাঠে অনন্য এক স্বাদে সমৃদ্ধ হবেন পাঠক। নিকট অতীত, সুদূর অতীত, প্রাগৈতিহাসিককাল, ইতিহাসের বিচিত্র মোড়ের ব্যক্তি, স্থান, ঘটনা, যুদ্ধ, বিজয়, বেদনা, অনেক ঘটনার অন্তরালে ঘটে যাওয়া অজানা সত্য, অতীতের হারিয়ে যাওয়া রহস্যকাহিনি, ধ্রুব বর্তমান—সব এক মলাটে একত্র হয়েছে শৈল্পিক বিন্যাসে।
ইউরোপ-আরবের যুদ্ধ ইতিহাসে লায়ন অব ডেজার্ট বলে খ্যাত ওমর আল মুখতারের গেরিলাযুদ্ধ, লায়লা খালিদের দুঃসাহসিক বিমান হাইজ্যাক, আসাম ম্যাসাকারে নিহত ৬০০০ বাঙালি, চিরস্মরণীয় রেশমি রুমাল আন্দোলন, শাহবাগের ইতিহাস, ১৯৬৭ সালের আরব ইসরাইল যুদ্ধ, বঙ্গভঙ্গ আন্দোলনের নেপথ্যকথা, প্রাচীন মিসরের রহস্যঘেরা মমি, প্রথম বিশ্বযুদ্ধ, এডলফ হিটলার ও নাৎসিবাহিনী, বাগদাদে তাতার তা-বের রোমহর্ষক কাহিনি, আকাশজয়ের ইতিবৃত্ত, লর্ড ক্লাইভের করুণ মৃত্যু, মুক্তিযুদ্ধে আমেরিকা ও রিচার্ড নিক্সনের আঁতাত ও আরো অনেক ইতিহাসের চারুপাঠ এতে সমুপস্থিত।
ইতিহাসের অনেক হাসি-কান্নার ধারাবিবরণী ডানা মেলেছে ‘ইতিহাসের জানালা’ বইটিতে। বিভিন্ন সূত্র ও দলিলের আলোকে রচিত গ্রন্থটি সুখপাঠ্য ঝরঝরে ও মসৃণ। একটি গ্রন্থে বিশ্বইতিহাসের সংক্ষিপ্ত চিত্র তুলে এনেছেন ইতিহাসসন্ধানী লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর। সাবলীল গদ্যে রচিত গ্রন্থটির পাঠে কোথাও হোঁচট খেতে হয় না, বরং নদীর স্রোতের মতো তরতর এগিয়ে নিয়ে চলে অজানা সব কৌতূহলের সন্ধানে। ইতিহাস বিচারে গ্রন্থটি রেফারেন্সের মর্যাদা অর্জন করতে সক্ষম নির্দ্বিধায়। এ কেবল এক ইতিহাস গ্রন্থ নয়, ইতিহাসের এক নতুন অধ্যায়ের অভিনব সংযোজনা।