কোনাে কোনাে লেখকের প্রতিটি রচনাই সাহিত্যের জন্য একটি ঘটনা হয়ে দাঁড়ায়। আর তা পাঠ করে পাঠকেরও ঘটে এক নতুন অভিজ্ঞতা লাভ, বােধের জগতে এক ধরনের উত্তরণ। আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন সে জাতের লেখক। মর্মছেড়া বেদনার সঙ্গে তাঁর সম্পর্কে আজ এই ‘ছিলেন’ শব্দটি ব্যবহার করতে হচ্ছে, যেহেতু শক্তিমান সে কলমটি ইতিমধ্যে চিরতরে থেমে গেছে। আর কোনােদিন তা আমাদের অপেক্ষমান রাখবে না, দীর্ঘ ব্যবধানেও নতুন কোনাে উপন্যাস বা গল্পের জন্য আমাদের মনে প্রত্যাশা জাগাবে না। শেষপর্যন্ত ইলিয়াস ছিলেন এক স্বল্পপ্রজ লেখক। দুটি মাত্র উপন্যাস, গােটা পাঁচেক গল্পগ্রন্থ আর একটি প্রবন্ধ সংকলন—এই নিয়ে তার রচনাসম্ভার। আর এই দিয়েই তিনি বাংলা সাহিত্যে তাঁর অক্ষয় আসনটি নির্মাণ করেছেন। যে-কোনাে বিচারেই সমকালীন বাংলা কথাসাহিত্যের এক প্রধান পুরুষ তিনি। সমাজের দগদগে ঘা, পুঁজ-রক্তকে আড়াল করে তথাকথিত সপরিবারে পাঠযােগ্য গল্প-গাথা বা পেলব কাহিনী রচনায় তিনি কখনােই আগ্রহী হন নি। আমাদের চারপাশের বহমান জীবন, আর চেনা বাস্তবের কথাই তিনি লিখেছেন। এই বাস্তব সম্পর্কে আমরা হয়তাে তেমন সচেতন নই। ইলিয়াসের লেখা পড়েই এ ব্যাপারে আমাদের বােধােদয় ঘটে। তার চোখ দিয়ে আবার নতুন করে এর সঙ্গে পরিচিত হই, একে চিনতে পারি। আর এটা তাে কালজয়ী রচনারই একটা বৈশিষ্ট্য। নিপুণ বাস্তব চিত্রণের পাশাপাশি গভীর অন্তর্দৃষ্টি ও সূক্ষ্ম কৌতুকবােধ ইলিয়াসের রচনাকে অপূর্ব শিল্প-সুষমা দান করেছে। সহজ জনপ্রিয়তার পথটিকে প্রথম থেকে সযত্নে পরিহার করেও তাই তিনি পাঠকপ্রিয় লেখক। যে-কোনাে মনােযােগী পাঠকের কাছেই সমাদৃত। এ যুগেও ইতিহাসের বিশাল পটভূমিতে উপন্যাস রচনার কথা তিনিই ভাবতে পারেন। তাঁর ছােট গল্পেও ডিটেইলের ব্যাপক ব্যবহার আমাদের বিস্ময়-বিমুগ্ধ করে।
জাল স্বপ্ন, স্বপ্নের জাল-এ ইলিয়াসের ছােটগল্পের বৈশিষ্ট্যগুলি যেন আরাে দীপ্তিমান। সেই সঙ্গে এক গভীর মানবিকতাবােধ সংকলনের গল্পগুলিকে দিয়েছে আলাদা মাত্রা।
ইতিপূর্বে তাঁর গল্পগ্রন্থ দুধভাতে উৎপাত ও বহু নন্দিত উপন্যাস খােয়াবনামাআমরা প্রকাশ। করেছি। সদ্যপ্রয়াত লেখকের এই নতুন গল্পগ্রন্থটিও পাঠকের হাতে তুলে দিতে পেরে আমরা নিজেদের গৌরবান্বিত মনে করছি।
আখতারুজ্জামান ইলিয়াস জন্ম : ১২ ফেব্রুয়ারি ১৯৪৩। মৃত্যু : ৪ জানুয়ারি ১৯৯৭। প্রকাশিত অন্যান্য বই : গল্পগ্রন্থ : অন্য ঘরে অন্য স্বর, খেয়ারি, দুধভাতে উৎপাত, দোজখের ওম, গল্পসংগ্রহ। প্রবন্ধ : সংস্কৃতির ভাঙা সেতু। উপন্যাস : চিলেকোঠার সেপাই, খােয়াবনামা।
Title | : | জাল স্বপ্ন, স্বপ্নের জাল |
Author | : | আখতারুজ্জামান ইলিয়াস |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9844100720 |
Edition | : | 2019 |
Number of Pages | : | 95 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |