বই সম্পর্কে
রাষ্ট্র আমাদের কীভাবে নিঃস্ব আর অসহায় করে তার অনন্য উদাহরণ শিপ্রা দেবনাথ। তবু মুখে তালা ঝুলিয়ে আর কত ঘুরব আমরা? এই প্রশ্নের জবাব দেওয়ার মতো অবশেষ কে আর আছে? বুকে পাথর নিয়ে চলতে, আমাদের নুন আনতে পান্তা ফুরানো সমাজ প্রতিদিন শেখায়, হাতে কলমে। কখনো ধর্মের নামে, কখনো তথাকথিত আইনের নামে আহুতি দিতে দিতে জীবনের মূল্যমান এখন মূল্যহীনতার চূড়ান্ত সীমায় গিয়ে ঠেকেছে। সমাজ, রাষ্ট্রের যূপকাষ্ঠে অনন্ত সম্ভাবনার জীবনের এই অবচয় ক্ষতবিক্ষত করে সংবেদনশীল কবিসত্তাকে। বিদীর্ণ হৃদয়ের ক্ষতগুলো কখনো আত্মচিৎকার, কখনো পাওয়া-হারানোর যুগপৎ আনন্দ-বেদনার স্মৃতিময়তা, কখনো হাতের তালুতে হঠাৎ চমকে ওঠা অশ্রুবিন্দুর মতো কবিতার অক্ষরে বুনে চলা। এই বইয়ের কবিতাগুলো সময়ের ও আমাদের অজস্র টুকরো হয়ে যাওয়া সত্তার মতোই জীবন্ত।