তিনি ছিলেন বিশাল মহীরুহের মতো। বাংলাদেশের ইসলামপ্রিয় জনতার কাছে তিনি ছিলেন সার্বজনীন এক অভিভাবকের মতো। ইসলার রক্ষার যে কোনো আন্দোলন-সংগ্রামে তার তেজস্বী লড়াকু পদক্ষেপ বাংলার মানুষকে স্মরণ করিয়ে দিতো সেই সুদূর অতীতের সোনালি মানুষদের কথা।
রাজনীতি, শিক্ষা বিস্তার, হাদিস শিক্ষাদান এবং পথহারা মানুষের হেদায়েতের জন্য বাংলার প্রতিটি প্রান্তে ছুটে বেড়িয়েছেন প্রতিনিয়ত। বাংলাদেশের শাসকগোষ্ঠী যখনই ইসলামবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, তখন সবার আগে যার উচ্চকণ্ঠ শোনা গেছে—তিনি মুফতী আমিনী। তার ভয়ে সদা শঙ্কিত থাকতো শাসকের মসনদ। এক আল্লাহ ছাড়া পরোয়া করার মতো তার সামনে কেউ ছিলো না। তিনি ছিলেন আল্লাহর নির্ভীক সৈনিক।
বাংলার এই অপরাজেয় কিংবদন্তিকে নিয়ে নবপ্রকাশ প্রকাশ করেছে ‘মুফতী ফজলুল হক আমিনী রহ. : জীবন ও সংগ্রাম’ নামের একটি প্রামাণ্যগ্রন্থ। মুফতী ফজলুল হক আমিনী রহ.-কে নিয়ে প্রকাশিত একমাত্র পরিপূর্ণ গ্রন্থ।
মুফতী আমিনী রহ.-এর জীবন, সংগ্রাম ও কর্ম নিয়ে লিখেছেন তার ছেলে, স্বজন, বরেণ্য উলামা, নিকটজন, সহকর্মী, সহযোদ্ধা, ছাত্র, শুভাকাক্সক্ষী, সাংবাদিক, কলামিস্টসহ দেশের প্রখ্যাতজন। তুলে ধরেছেন সবার সামনে অন্য এক মুফতী আমিনীকে। তাঁর জীবন ও কর্ম মানুষের কাছে ধরা দিয়েছে অন্য এক উচ্চতায়।
মুফতী আমিনীর জীবনের অসংখ্য ইতিহাস অধ্যয়নে আপনাকে স্বাগতম।