অচেতনে কিংবা সূর্যালোকে কবি শুধুই সীমানা লঙ্ঘন করতে চায়। বুকের,পেটের দাপাদাপিতে কখনো কবি অলস হয়ে তার নিজের অঙ্গকেই অকেজো ভাবেন। পেছন থেকে কেউ চিৎকার করে বলে ওঠে “কবি সাবধান!”
তবুও কবির মন বলে—– অনেকদিন হোল, দূর্বা ঘাসে শিশির দেখেনি। জানো, এখানে আর কোনদিনও ঘাস জন্মাবেনা,এখানে, এই সমতল টুকুতে শুধুই কংক্রিট’রাই বাড়ছে।……ওখানে একটু মাটি রাখবে,…দূর্বা ঘাসের জন্য..? … অনেকদিন, দূর্বা ঘাসে শিশির দ্যাখা হয়নি। যদি একটুখানি মাটি পাই,দূর্বা ঘাস পাই… তবে শব্দ খুঁজবো… শব্দ সাজাবো,তোমাদের জন্য ।
কবি সাবধান!
Author | Shameem Ahmed Palash |
---|---|
Cover Designer | Ahmed Priyom Sharif |
Language | Bangla |
ISBN | 9789849482789 |
Page Number | 80 |
Release Date | February 2020 |