দাম্পত্যজীবনে স্বস্তিতে বিশ্বাস করে নাফিসা। বিশ্বাস করে শান্তিময় দাম্পত্য স্থির রাখতে কিছু নির্দোষ মিথ্যা ক্ষতিকর নয়। আর নান্দনিকতা বাঁচাতে নিতে হয় নির্মাণের আশ্রয় ।
এই বিশ্বাসে একীভূত নয় তার হাজব্যান্ড সাধারণ চাকরিজীবী জাহিদ। যদিও সে ট্রেনে নাটকের বই শেক্সপিয়ার পড়তে দেখে, যা তার কাছে কঠিন লেগেছিল, তা দেখে নাফিসাতে আমূল আকৃষ্ট হয়ে তাকে যৌতুকবিহীন বিশ্বাসে বিয়ে করেছিল, যদিও নাফিসার ব্যক্তিত্বের কাঠিন্য তাকে তুমুল টেনেছিল, কিন্তু গড়ায়িত দিনের পরতে পরতে ক্রমশ নিজের ভালােবাসার দাপটেই নাফিসাকে আমূল পেতে তাকে শাসন করে, নাফিসাকে কেন্দ্র করে অস্থির থাকে।
নাফিসা নিজের বিপন্নতা আড়াল করতে যতই নিজেকে আড়াল করুক, শৈশব থেকে এক ধরনের ভয়, দারিদ্র্যের কারণে নিজের মূল সত্তাকে লুকাতে লুকাতে, অনুভব করে জাহিদ ছাড়া তার জীবনে বাঁচার আর আশ্রয় নেই।
কিন্তু তার গভীর নিঃসঙ্গ জীবনে আসে আদিত্য নামের একজন কবি। মঞ্চনাটকের মহাপােকা নাফিসা হাজার বিপন্নতায়ও তার ভেতর শিল্পসত্তা থেকে কখনাে গভীর কখনাে নিঃসাড় তরঙ্গে আদিত্যর শিল্পপ্রেমের মুঠোফোনেই বেশি ভাসে, সে নিজেও জানে না।
পনেরাে বছর দাম্পত্যে ওরা নিঃসন্তান। ক্যানভাসে, একটি সন্তানকে মূর্ত করে যখন সেই অপার্থিব দেবশিশুকে জাহিদের কোলে দিতে চায় নাফিসা ততক্ষণে জাহিদের জীবনেও এসেছে তার স্বপ্নের কাঙ্ক্ষিত প্রেমিকা আফরিন। পােড় খাওয়া আফরিনের সন্তান স্বপ্নের ভাসমানতায় জাহিদও চলতে চলতে মিথ্যার পর মিথ্যা বলে যায় ।
আরিফ.. এই উপন্যাসের এমন এক চরিত্র.. যে মনেপ্রাণে নাফিসার উড়াল চেয়েও শেষ পতন ঠেকাতে পারে না । চমক নাটকের অন্ধকারে চরিত্রগুলাে ভাসতে থাকে।।
এই গ্রন্থে যেসব কবিতা উদ্ধৃত হয়েছে, তার সবই কবি আশরাফ আহমদ-এর বিভিন্ন কবিতা থেকে নেয়া হয়েছে।
Title | : | কুয়াশার ফণা |
Author | : | নাসরীন জাহান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 98486845910 |
Edition | : | 2009 |
Number of Pages | : | 120 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |