বই : মৃত্যু থেকে কিয়ামাত
লেখক : ইমাম বাইহাকি রহ.
অনুবাদক: জিয়াউর রহমান মুন্সী
প্রকাশনী : মাকতাবাতুল বায়ান
পৃষ্ঠা: ১৮০
‘আল্লাহর নবি সা. বানুন নাজ্জারের একটি খেজুর বাগানে ঢুকে একটি আওয়াজ শুনতে পান। ফলে তিনি আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করেন, ‘এসব কবরে কারা শুয়ে আছে?’ তারা বললেন, ‘হে আল্লাহর নবি, (এরা হলেন) জাহিলি যুগে মারা যাওয়া কিছু লোক।’ এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ‘কবরের আযাব, জাহান্নামের আযাব ও দাজ্জালের পরীক্ষা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই।’ তারা বলেন, ‘হে আল্লাহর রাসূল, এর মানে কী?’
.
তিনি বলেন, ‘এ উম্মাহকে তাদের কবরে পরীক্ষা করা হবে। মুমিনকে কবরে রাখা হলে, একজন ফেরেশতা এসে তাকে জিজ্ঞাসা করবে—তুমি (দুনিয়ার জীবনে) কীসের গোলামি করতে? আল্লাহ যেহেতু তাকে হিদায়াত দিয়েছিলেন—কাত্তানের বর্ণনায় বলা হয়েছে, আল্লাহ তাকে হিদায়াত দিয়ে থাকলে—সে বলবে, ‘আমি আল্লাহর গোলামি করতাম।’
.
তখন তাকে বলা হবে, ‘এ ব্যক্তি সম্পর্কে তুমি কী বলতে?’ সে বলবে, ‘তিনি আল্লাহর গোলাম ও তাঁর রাসূল।’ তারপর তাকে একটি ঘরের দিকে নিয়ে যাওয়া হবে, যা ছিল জাহান্নামের ভেতর তার জন্য নির্ধারিত। তাকে বলা হবে, ‘এটা তোমার ঘর, যা জাহান্নামে ছিল; কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সুরক্ষা দিয়েছেন এবং তোমার প্রতি দয়া দেখিয়ে তোমার জন্য জান্নাতে একটি ঘর প্রতিস্থাপন করে দিয়েছেন!’ সে বলবে, ‘আমাকে ছেড়ে দাও! আমি গিয়ে আমার পরিবারকে (এই) সুসংবাদ দিই।’ তাকে বলা হবে, ‘শান্ত হও!’
.
আর কাফিরকে কবরে রাখা হলে, তার কাছে একজন ফেরেশতা এসে ধমকের সুরে জিজ্ঞাসা করবে, ‘তুমি (দুনিয়ার জীবনে) কীসের গোলামি করতে?’ সে বলবে, ‘আমি জানি না।’ (ফেরেশতা) বলবে, ‘তুমি (দুনিয়াতে থাকাকালে) অনুধাবন করোনি! তুমি (আসমানি কিতাব) পাঠ করোনি!’ তারপর জিজ্ঞাসা করবে, ‘এ ব্যক্তি সম্পর্কে তুমি কী বলতে?’ সে বলবে, ‘লোকজন যা বলত, আমিও তা-ই বলতাম।’ এ উত্তর শুনে, ফেরেশতা একটি লোহার হাতুড়ি দিয়ে তার দু কানের মাঝখানে আঘাত করবে। তাতে সে এমন চিৎকার দেবে, যার আওয়াজ মানুষ ও জিন ছাড়া অন্য সকল সৃষ্টি শুনতে পাবে।’
আবূ দাঊদ, ২/৫৩৯; আহমাদ ইবনু হাম্বাল, আল-মুসনাদ, ৩/২৩৩।
.