নিবাে অবাক হয়ে তাকিয়ে আছে মেয়েটির দিকে। টানা চোখ, টিকালাে নাক আর লম্বা চুলে অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটিকে। বেশি সুন্দর লাগছে শরীরের হালকা সবুজ রঙের কারণে। যখন মেয়েটির কণ্ঠ শুনল এবং নাম জানতে পারল ‘নিলি’, তখন আরও বিস্মিত হলাে সে। একজন মেয়ের কষ্ঠ এত সুন্দর হয় কীভাবে ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নতুন রূপে নিলিকে দেখে চমকে উঠল নিবাে। নিলি এখন আর সময়, সােনালি। সােনালি নিলি সবুজ নিলির থেকে অনেক অনেক। সুন্দর। এত সুন্দর যে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে, ইচ্ছে করে ঘন্টার পর ঘণ্টা কথা বলতে, হারিয়ে যেতে দূরে অনেক দূরে, লাল, নীল কিংবা সবুজ জিজিল নামক গ্রহ-উপগ্রহে। নিবাে যখন নিলির সঙ্গে এক জিজিল থেকে অন্য জিজিলে ঘুরে বেড়াতে ব্যস্ত, তখন তাদের পথে বাধা হয়ে দাড়াল মিমিচুন গ্রহের উন্নত বুদ্ধির রােবটেরা। তারা নিলিকে জিজিল থেকে দূরের কোনাে গ্রহে পাঠিয়ে দিতে চায়, আর খুজে বের করতে চায় নিবােকে। কারণ জিজিল গ্রহে নিবাের বেচে থাকার কোনাে অধিকার নেই। এদিকে নিবােকে বাঁচাতে মরিয়া হয়ে উঠে নিলি। একটার পর একটা কৌশল অবলম্বন করতে থাকে সে। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠে না। রােবটদের কাছে ফাস হয়ে যায় তার চতুরতা। পরিণামে বিচ্ছেদ ঘটে নিবাে আর নিলির। শেষ পর্যন্ত কী ঘটেছিল নিবাে আর নিলির জীবনে ? আবার কি তারা ফিরে পেয়েছিল আনন্দ আর ভালােবাসায় ভরা জিজিলের রঙিন জীবন ? নাকি তারা হারিয়ে গিয়েছিল দূর মহাশূন্যের নিকষ কালাে অন্ধকারে ?
Title | : | নিলির ভালোবাসা |
Author | : | মোশতাক আহমেদ |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845022880 |
Edition | : | 2019 |
Number of Pages | : | 272 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |