আনন্দ আর গৌরবের জায়গা থেকে সংকলিত হয়েছে। গল্পসংকলন ‘নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু'। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে বাঙালির এই মহামানব-স্মরণে সামান্য নিবেদন।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বপ্নদ্রষ্টা। বাঙালি, বাঙালিত্বের নির্যাসে যুক্ত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধুর অমােঘ উচ্চারণ ‘ফাসির মঞ্চে যাওয়ার সময় আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার। ভাষা। জয়বাংলা। এই উচ্চারণের সঙ্গে তিনি বলিষ্ঠ নেততে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠায়। বাঙালিকে উজ্জীবিত করে বাঙালিত্বের গৌরবকে আন্তর্জাতিক বিশ্বে প্রতিষ্ঠিত করেছেন।
| ১৯৭৪ সালে বাংলা একাডেমি একটি আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আয়ােজন করেছিল। বঙ্গবন্ধু সম্মেলন উদ্বোধন করেন। তিনি তাঁর ভাষণের এক জায়গায় বলেছিলেন : ‘যারা সাহিত্য সাধনা করছেন, শিল্পের চর্চা করছেন, ঐতিহ্যে ও সংস্কৃতির সেবা করছেন, তাদেরকে দেশের জনগণের সঙ্গে গভীর যােগসূত্র রক্ষা করে অগ্রসর হতে হবে। দেশের জনগণের চিন্তা-ভাবনা এবং সামগ্রিক তথ্যে তাঁদের জীবনপ্রবাহ আমাদের সাহিত্যে ও শিল্পে অবশ্যই ফুটিয়ে তুলতে হবে। সাহিত্যে-শিল্পে ফুটিয়ে তুলতে হবে এ দেশের দুঃখী মানুষের আনন্দ-বেদনার কথা। লেখকদের কাছে এমন প্রত্যাশা ছিল বঙ্গবন্ধুর। এই ভাষণের আর এক জায়গায় তিনি বলেছেন : আমাদের সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। নিজস্ব বৈশিষ্ট্যে ভাস্বর। আজকে স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে হলে আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং ঐতিহ্যের মর্যাদাকে দেশে ও বিদেশে প্রতিষ্ঠিত করতে হবে।' | বঙ্গবন্ধু আমাদের শুধু একটি দেশই উপহার দেন নি, সমাজ, রাজনীতি, অর্থনীতি ও শিল্প-সাহিত্যেও ছায়া ফেলেছেন গভীরভাবে। চলচ্চিত্রে উঠে এসেছে তার ভূমিকা, নির্মিত হয়েছে ভাস্কর্য, আঁকা হয়েছে ছবি; রচিত হয়েছে। ছড়া-গান-কবিতা। একাধিক উপন্যাস ছাড়া বহু গল্পও লেখা। হয়েছে। গল্পের সংকলনও প্রকাশিত হয়েছে। এই গল্পসংকলনটি এক্ষেত্রে নতুন মাত্রা যােগ করবে—এমনটিই আমাদের প্রত্যাশা।
Title | : | নির্বাচিত গল্পে বঙ্গবন্ধু |
Author | : | সেলিনা হোসেন |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845026703 |
Edition | : | 2020 |
Number of Pages | : | 356 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |