মুনিমের কথায় অহিদ আবার ক্লিষ্টমুখে হাসে। আলেকজান্ডার স্ট্রাসেতে ব্যবস্থা করেছিলাম। তিন চারদিন খেয়েছি তখুনি লাগল গ্যাঞ্জাম। আপনি তাে মনে হয় জানেন, আলেকজান্ডার স্ট্রাসেতে নিকট আরবাইটারদের আখড়া। হােটেলে থাকে আর ওখানে গিয়ে রান্না করে খায়। কেউ-কেউ দিনরাত ফ্লাশ খেলে। সপ্তাহের প্রতিটি দিনকেই উইকএন্ড মনে করে মদ খায়। হাউকাউ । হােটেলে রুম থাকার পরও কেউকেউ হােটেলে ফেরে না। ডাবলিং করে, মেঝেতে শুয়ে থাকে। এসব দেখে বাড়িঅলি কদিন অবজেকশান দিয়েছে। কেউ শােনেনি। পরে একদিন পুলিশ এসে সব বাড়তি লােকের ও-বাড়িতে ঢােকা বন্ধ করে দিয়েছে। স্টুটগার্টে আমার আর কোনও পরিচিত লােক নেই যার বাসায় গিয়ে খাওয়ার ব্যবস্থা করব। তবুও তিন-চার জায়গায় চেষ্টা করেছি। একআধবেলা খেয়েছিও। কিন্তু ভাই, বিদেশে এলেই বাঙালিদের চরিত্র পালটে যায়। পয়সা দিয়ে খাব, কিংবা নিজেরটা নিজে রান্না করে খাব, তাও কী বিহেভ একেকজনের। মনে হয় ভিক্ষুক আমি। চেয়েচিন্তে খেতে গেছি কারও বাড়ি। এসব দেখেশুনে এখন আর যাই না। সারাদিন কাজ করি। তিন-চারঘণ্টা ওভারটাইম করে সন্ধেবেলা ম্যাকডােনালডে খেয়ে হােটেলে গিয়ে ঘুমাই। কিন্তু বাঙালিদের ভাত না হলে চলে বলেন! স্বাস্থ্য দিন-দিন ভেঙে যাচ্ছে। এভাবে বেশিদিন চললে মরে যাব।
Title | : | পরাধীনতা |
Author | : | ইমদাদুল হক মিলন |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848683054 |
Edition | : | 2007 |
Number of Pages | : | 144 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |