বই
|
প্রশান্তির বাঁধন
|
ধরন
|
বিয়ে, পারিবারিক জীবন
|
লেখক
|
উস্তাদ আলী হামুদা
|
প্রকাশনা
|
পথিক প্রকাশনা
|
পৃষ্ঠা
|
২০৮
|
কভার
|
হার্ড কভার
|
ISBN
|
|
প্রকাশকাল
|
২০২২
|
পিডিএফ
|
একটু পড়ুন (PDF)
|
বই সম্পর্কে
বিবাহের সম্পর্কে আল্লাহর নিদর্শন
বিবাহ আল্লাহর পক্ষ হতে অন্যসব অলৌকিক নিদর্শনের মতোই আরেকটি বিস্ময়কর নিদর্শন। তবে এটি বুঝতে একটু ভাববার প্রয়োজন রয়েছে।
এ ক্ষেত্রে বিবাহকে আল্লাহর অন্যসব স্পষ্ট অলৌকিকতার সাথে যুক্ত করা উচিত নয়। যেমন—চন্দ্রের দ্বিখণ্ডিত হওয়া, সমুদ্রের বিভাজন, মুসা আলাইহিস সালাম-এর লাঠির অলৌকিক ক্ষমতা। কেননা বিবাহ কোনো বস্তু বা বাহ্যিক উপকরণ নয়; বরং এটা মানুষের মধ্যকার একটা সম্পর্ক। তাই এ সম্পর্কের মধ্যেই আল্লাহর বিস্ময়কর নিদর্শন বিদ্যমান।
ভেবে দেখো, একজন নারী ও পুরুষ যারা কোনো দিন একে অপরকে দেখেনি, একে অপরের প্রতি অনুভূতি বলতে এর পূর্বে কিচ্ছু ছিল না। তারা হয়তো একে অপরকে ইতিপূর্বে বিভিন্ন স্থানে দেখেছে, কিন্তু তারা জানত না যে এই পুরুষ বা নারী তার ভবিষ্যৎ স্বামী বা স্ত্রী হবে। আর বিবাহের সম্পর্কতে আবদ্ধ হওয়ার পরেই এই পুরুষ/নারী তার জীবনের অর্ধেক হয়ে যায়। বিবাহ মূলত এমন একটা সম্পর্ক যা এই সৃষ্টিজগতের অন্য কোনো সম্পর্কের সাথে তুলনা করা যায় না। কখনো কি ভেবে দেখেছ, নবদম্পতির অন্তরে এই ভালোবাসাটা হঠাৎ করেই কোত্থেকে এল? কীভাবে এটি সৃষ্টি হলো?
কীভাবে দুজন অপরিচিত মানুষ হঠাৎ করেই একে অপরকে এতটা ভালোবাসতে পারে?
যারা পূর্বে একে অপরের সাথে কোনো দিন কথা বলেনি, তাদের ডিএনএ ভিন্ন, চরিত্র আলাদা, তাদের রক্তের কোনো মিল নেই, তারা ভিন্ন ভাষায় কথা বলে, ভিন্ন খাবার খায়, তাদের পছন্দ ভিন্ন। কিন্তু বিবাহের এই সম্পর্ক তাদের অন্তরে এই অপরিসীম ভালোবাসা কীভাবে এনে দেয়?
এসকল প্রশ্নের উত্তরে মহান আল্লাহ তাআলা তাঁর কুরআনুল কারিমে বলেছেন,
‘আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন।’ [সুরা আর-রূম ৩০:২১।]
অর্থাৎ—এটা মূলত এমন একটা বিষয় যা আল্লাহ তাআলা নিজেই তাদের অন্তরে স্থাপন করে দিয়েছেন। তাঁর সীমাহীন দয়া আর ভালোবাসার এই ছিটেফোঁটা স্বামী-স্ত্রীর অন্তরকে ভালোবাসার অনুভূতিতে পূর্ণ করে দেয়।