শিবশঙ্কর বসে আছে বারান্দায়, একাকী। অপরাহ্ণ। বয়স সাতষট্টি। জন্ম তার উন্মুল কৈবর্ত পরিবারে। নিষ্ঠা আর শ্রমে জীবনে সমৃদ্ধি এসেছে। সমৃদ্ধি কি জীবনের সকল বাসনা মিটিয়ে দিতে পারে? তাহলে কেন আজ শিবশঙ্করের মনে হচ্ছে তার চারপাশে কেউ নেই? সহােদররা নেই, কন্যা মৃত্তিকা নেই, পুত্র আকাশ নেই, এমনকি স্ত্রী সুলেখাও নেই। কিন্তু ওরা সবাই আছে, সবাই জীবিত। কেন শিবশঙ্করের এই একাকিত্ব?
শিবশঙ্কর নামের একজন অধ্যাপককে নিয়ে হরিশংকর জলদাসের উপন্যাস ‘প্রস্থানের আগে’। এ শুধু ব্যক্তিজীবনের উপাখ্যান নয়, একটা সামগ্রিক কালের, গােটা একটা কৈবর্তসমাজের কাহিনিও। এই উপন্যাসের পটভূমি গ্রাম থেকে শহর পর্যন্ত বিস্তৃত। পতিতাপল্লি, বৈষ্ণব আখড়া, রাতের শহর, স্বামীলাঞ্ছিত মৃত্তিকা, স্খলিত মঙ্গল-এ উপন্যাসের অনুষঙ্গ-কুশীলব।
উপন্যাসটি পড়তে পড়তে পাঠকের মনে প্রশ্ন জাগবে সারা রাত অপূর্বকে দেহ দিয়ে বিচারসভায় কেন অস্বীকার করল শিউলি? কেন শিবশঙ্কর পতিতা-সম্ভোগ-করে সাহেবপাড়া থেকে ফিরে এল? কেন চৈতন্য খুড়ি ধর্ম ত্যাগ করল? ভােলানাথ গােয়ালার মতাে সহজ মানুষটি কেন গলায় দড়ি দিল? শিবু-প্রিয় কি শেষ পর্যন্ত জানতে পারল ভােলাকার আত্মহত্যার কারণ? চন্দনা কে? আকাশ কি বিয়ে করল শেষ অবধি? মিটল কি শিবশঙ্করের বাসনা? উপন্যাসের নাম প্রস্থানের আগেই-বা কেন?
এই উপন্যাসের ভাষা সহজ। ভারহীন,ভানমুক্ত। উপন্যাসের পরতে পরতে ঘটনার মােচড়। উল্লাস-আর্তনাদ, রিরংসা-জ্ঞাতিশত্রুতা, লােভ-হিংসা, প্রেম-বাৎসল্য উপন্যাসটির পৃষ্ঠায় পৃষ্ঠায়।
‘প্রস্থানের আগে’ পাঠকের কাহিনি-তৃষ্ণা মিটাবে।
Title | : | প্রস্থানের আগে |
Author | : | হরিশংকর জলদাস |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845024938 |
Edition | : | 2019 |
Number of Pages | : | 351 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |