কুরআন হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত এক মহা পবিত্র গ্রন্থ, আর এ কুরআনেই রয়েছে মানবজীবনের সকল সমস্যার সমাধান, এ কুরআন নিয়ে যারা গবেষণা করেছে তারা পেয়েছে হেদায়েতের নূর, পক্ষন্তরে যারা কুরআনের বিরুধিতা করেছে তারা হয়েছে পথভ্রষ্ট ও জাহান্নামি।কুরআন নাযিলের পর থেকে কাফের বেইমান মুশরিকরা কুরআন কে মিথ্যা প্রতিপ্রন্ন করার জন্য এমন কোন পন্থা বাদ রাখেনি যা তারা করেনি,আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে ইরশাদ করেন,যদি তোমাদের সন্দেহ হয় সেই বিষয়ে আমি যা নাযিল করেছি তাহলে তোমরা এমন কোন সূরা বানিয়ে দেখাও কুরআনের মত করে, এবং তোমরা তোমাদের পন্ডিতদের ডাক যদি তোমরা না জান।এই সেই কুরআন যাকে সকল কাফের মুশরিকরা মিলে ও একটা আয়াত বানাতে পারে নাই। আল্লাহ তায়া’লা কুরআনের মধ্যে ঘোষণা করেছেন এটা এমন কুরআন যা তোমরা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা সূরা তো দূরের কথা একটা আয়াত ও বানাতে পারবে না,এটাই কুরআনের বৈশিষ্ট্য। কুরআন পড়া কুরআন বুঝা এবং এ অনুযায়ী আমল করা আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব। আমরা কি জানি এ কুরআন কিভাবে নাযিল হয়েছে কোথায় কখন নাযিল হয়েছে, কোন সূরা কি প্রেক্ষাপটে নাযিল হয়েছে? এবং কুরআন নাযিল হওয়ার সময় হুজুর সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবস্থা কেমন ছিল? এ সকল বিষয় নিয়ে মূলত আমাদের এই আয়োজন। কুরআন কে ভালোবেসে কুরআন অনুযায়ী আমাদের জীবন কে সাজানোর জন্য এই বইটি বেশ সহায়ক হবে ইনশাআল্লাহ।