আলতাফ হােসেন চুপ করে থাকলেন। জেসমিন বাথরুম থেকে তােয়ালেটা আবার ভিজিয়ে আনল। আবার নতুন করে শরীর মুছিয়ে দিতে দিতে সে আলতাফ হােসেনকে জিজ্ঞেস করল— এখন কি একটু ভালাে লাগছে ?
আলতাফ হােসেন তাকালেন জেসমিনের দিকে। আমার কথার উত্তর দিন। এখন কি একটু ভালাে লাগছে ?
তখন তােয়ালেসহ জেসমিনের হাত আলতাফ হােসেনের মুখের ওপর। আলতাফ হােসেন জেসমিনের প্রশ্নের উত্তর দিলেন না। তিনি জেসমিনের হাত ধরলেন, নিজের তপ্ত হাতে তিনি হঠাৎ করে জেসমিনের হাত ধরলেন, উষ্ণশ্বাস ফেললেন জেসমিনের হাতের ওপর। তাকে অস্থির দেখাল, তারপরই যেমন হঠাৎ ধরেছিলেন, তেমন হঠাৎই ছেড়ে দিলেন, বিছানায় শােয়া শরীর তার হঠাৎ যেন কুঁকড়ে ছােট হয়ে গেল। প্রবল লজ্জায় তিনি অন্যদিকে চোখ ফেরালেন, তার কণ্ঠে তীব্র হাহাকার জেগে উঠল— মা, মারে আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও।
Title | : | ঋষি ও নারী |
Author | : | মঈনুল আহসান সাবের |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848683631 |
Edition | : | 2005 |
Number of Pages | : | 112 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |