আত্মশুদ্ধির পথ গোটা জীবনবিস্তৃত। একটু একটু করে এই পথে আগাতে হয়। তবে যেয়েই আসে সাফল্য। সত্যের চূড়ান্ত গন্তব্য। কিন্তু এই পথটি মোটেও সহজ নয়। এই পথে চলতে হলে চাই যথাযথ মানসিক প্রস্তুতি, দৃঢ় সংকল্প ও অবিচল মনোবল। সম্ভাব্য বিপদ ও শঙ্কা সম্পর্কেও আগেভাগে জেনে নিতে হয়। প্রয়োজনীয় সরঞ্জাম সাথে রাখতে হয়। তাহলেই সম্ভব অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো।
দুর্গম কোনো পথে চলতে প্রয়োজন পড়ে প্রাজ্ঞ কোনো পথিকের, বিজ্ঞ গাইডের। যিনি আমাদেরকে পথ দেখাবেন। সাথে সাথে নিয়ে সামনে আগাবেন। পিছলে যেতে দেখলে হাত ধরে আসন্ন বিপদ প্রত্যক্ষ করাবেন। দিকনির্দেশনা দেবেন। নিজের অভিজ্ঞতা দিয়ে সর্বাত্মক সাহায্য করে যাবেন। সেই প্রাজ্ঞ পথিক, গাইড, মুর্শিদ হলেন সপ্তম হিজরী শতকের বিখ্যাত আলিম ও সূফী ইমাম ইবনু আতাঈল্লাহ আল-ইসকান্দারি। তাঁর রচিত ‘আল-হিকাম’ থেকে নির্বাচিত কিছু অংশের অবলম্বনে তৈরী এই গ্রন্থটি আমাদেরকে আমাদেরকে সেই পরম উদ্দেশ্য হাসিলে সাহায্য করবে।