বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বরাবরই প্রগতিশীল লেখক-সাহিত্যিকদের প্রতি গভীরভাবে শ্রদ্ধাশীল ছিলেন। আবুল ফজলও তাঁর বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। আবুল ফজলের লেখার প্রতি তিনি আকৃষ্ট হন গত শতকের ষাটের দশকে রচিত কিছু রাজনৈতিক প্রবন্ধের জন্যে। এর মধ্যে ইত্তেফাকে প্রকাশিত 'শক্তকেন্দ্র কেন এবং কার জন্য পড়ে নিজের মুগ্ধ হওয়ার কথা লেখককে তিনি চিঠিতে জানান। ব্যক্তিগত এক চিঠিতে সাবলীল লেখনী নিঃসৃত সৃজনশীল এই প্রবন্ধটি পুস্তিকা আকারে প্রকাশ করে অধিকসংখ্যক মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। স্বাধীনতার পরে বিশৃঙ্খল অবস্থার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাল ধরার জন্যে তিনি এই প্রবীণ লেখকের ওপর আস্থা রেখেছিলেন। সেই থেকে শেখসাহেবের নির্মম মৃত্যু পর্যন্ত তাঁর সঙ্গে উপাচার্য আবুল ফজলের ঘনিষ্ঠ যােগাযােগ ছিল। সেই অভিজ্ঞতার আলােকে তখনকার সময় এবং তাঁর দেখা ব্যক্তি-মুজিবের চিত্র স্বল্পরিসরে তুলে ধরেছেন আবুল ফজল। সংবেদনশীল লেখকের আবেগ ও দূরদর্শী সমাজভাবুকের প্রজ্ঞায় বঙ্গবন্ধু সম্পর্কে এক অবিস্মরণীয় দলিল হয়ে উঠেছে এই বইটি ।
Title | : | শেখ মুজিব : তাঁকে যেমন দেখেছি |
Author | : | আবুল ফজল |
Publisher | : | বাতিঘর |
ISBN | : | 9789848825242 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 119 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |