বই : সীমান্তের মহাবীর লেখক : কর্ণেল মুহাম্মদ ফারাজ অনুবাদক:নূর হোসেন উমর মুদ্রিত মূল্য : ৩৩০ টাকা প্রকাশনায় : হাসানাহ পাবলিকেশন
বই সম্পর্কে
অন্ধকারকে দুরিভূত করতে মক্কায় জন্মগ্রহণ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাঁর সংস্পর্শে ইসলামের ছায়াতলে আসলেন হাজারো সাহাবী আজমায়েন (রা) ।দ্বীনের খেদমতে তারা সহ্য করেছেন হাজারো অত্যাচার। তাদের জীবন ত্যাগে পূর্নতা পেয়েছে দ্বীন ইসলাম। ইসলামের জন্য উৎসর্গ করেছেন অসংখ্য সাহাবী আজমায়েন (রা) কিন্তু আমরা কতটুকু চিনি কতটুকু জানি সেসব সাহাবীদের।এসব সাহাবীদের নিয়ে আছে হাজারো সাহসিকতার ইতিহাস। কর্ণেল ফারাজের "সীমান্তের মহাবীর" বইটি পড়ে পরিচয় ঘটে শাইবান গোত্রের এক মহাবীরের সাথে। নিশ্চয় জানতে ইচ্ছুক সেই মহাবীরের কথা, জানেন কে তিনি? তিনি হলেন মুসান্না বিন হারিসা আশ শাইবাবানি (রা) । তিনি একজন মহানায়ক। যিনি একজন দুর্ধর্ষ সেনাপতি হিসেবে ইসলামের ইতিহাসে উজ্জ্বল হয়ে আছেন। পাঠ অনুভূতি: ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে গেলে, আমি যখন বইটি পড়ছিলাম তখন এই মহাবীরের সব ঘটনা চিত্র আকারে আমার সামনে ফুটে উঠছিল। আফসোস হয়, বর্তমানে যদি এমন একজন মহাবীর থাকতো আল্লাহর কসম মুসলিম উম্মাহ সবার শীর্ষে বিরাজমান করত। বইটি পড়ে প্রশান্ত হয়ে গেছে মনটা। পরিশেষে বলতে চাই , কর্নেল মুহাম্মদ ফারাজ "সীমান্তের মহাবীর" বইটি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে পৌঁছে যাক। এমন সুন্দর একটি বই পাঠক সমীপে উপস্থাপন করার জন্য আল্লাহ রাব্বুল আলামীন বইয়ের লেখক, অনুবাদক, প্রকাশক সহ সংশ্লিষ্ট সবাইকে কবুল করুন এবং ইসলামের জন্য আরও অধিক পরিমাণে কাজ করার তাওফিক দিন, আমিন।