অনুবাদ: মুফতি মুহিউদ্দীন কাসেমী
পৃষ্ঠা: ১৯২
সব মানুষই অন্যের প্রিয় হতে চায়। চায় শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র হতে। কিন্তু চাইলেই কি মানুষের প্রিয় হওয়া যায়? অর্থ-বিত্তের বিনিময়ে কি শ্রদ্ধা কেনা যায়? বিনয়, নম্রতা, ভদ্রতা, নিষ্ঠা-ঐকান্তিকতা, তাকওয়া ও খোদাভীতি, দানশীলতা ও আপ্যায়ন, অন্যের সম্মানের প্রতি খেয়াল রাখা― ইত্যাদি উত্তম গুণাবলির মাধ্যমে মানুষের মনে স্থায়ীভাবে স্থান করে নেওয়া যায়। শুধু মানুষ না আল্লাহ তাআলাও সন্তুষ্ট হন। এসব গুণাবলির মাধ্যমেই পূর্বসূরি বুযুর্গ ও আল্লাহর ওলিগণ সফলতা লাভ করেছেন। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ও মানুষের আস্থাভাজন বুযুর্গদের জীবনচরিত ও তাদের গুণাবলির আলোচনা নিয়ে রচিত হয়েছে ‘সফল জীবন যাঁদের’ গ্রন্থটি।