হাদিস জানার সাথে সাথে হাদিসশাস্ত্রের মনীষীদের সম্পর্কেও ধারণা থাকা আবশ্যক। অন্যথায় ইসলামের দ্বিতীয় প্রধান উৎস—হাদিসের বিশাল এক ভান্ডার যেন অধরাই রয়ে যায়। হাদিসের বর্ণনাকরী সম্পর্কে জানা থাকলে তা হাদিসের সাথে আমাদের বন্ধনকে আরো সুদৃঢ় করে।
এমনই এক বিদ্বান ছিলেন ইরাকের বসরা নগরীর বাসিন্দা আবু আব্দুল্লাহ সুফিয়ান আস-সাওরি রহ.।
হাদিসের সকল ছাত্র ও গবেষকদের কাছে নামটি অত্যন্ত পরিচিত। বিশেষ করে হাদিসের বিখ্যাত গ্রন্থ ‘সুনানে তিরমিজি’তে তাঁর নাম বহুবার এসেছে। ব্যক্তিজীবনে তিনি অত্যন্ত খোদাভীরু ও প্রচারবিমুখ ব্যক্তি হিসেবে সুবিদিত ছিলেন। সত্যের প্রতি তাঁর আপোষহীনতা সে যুগে প্রবাদতুল্য। সত্য বলতে শাসকদেরও তিনি কখনো ছাড় দেননি। ইলমে হাদিসে তাঁর পারদর্শিতার চেয়ে হাদিসের প্রতি তাঁর আগ্রহ ও ভালোবাসা ছিল আরও অধিক।
আলোচ্য গ্রন্থটি তাঁকে নিয়ে রচিত জীবনী গ্রন্থের সরল অনুবাদ। মিসরের প্রখ্যাত গবেষক শায়খ ড. আবদুল হালিম মাহমুদ ‘আমিরুল মুমিনিন ফিল হাদিস সুফিয়ান আস-সাওরি’ নামের গ্রন্থটিতে লেখক সুফিয়ান সাওরিকে এমনভাবে বর্ণনা করেছেন মনে হবে, তিনি এখনও আমাদের সামনে সমাসীন।
বাংলাভাষী পাঠকের কাছে হাদিসের নানাবিধ চর্চা বিদ্যমান থাকলেও হাদিস বর্ণনাকারী মনীষীদের জীবনী সংক্রান্ত বই কিংবা তথ্যের যথেষ্ট অভাব রয়েছে। আরবি ভাষায় এ বিষয়ে অনেক রচনাসম্ভার থাকলেও বাংলা ভাষায় রচনার জগতে এ জায়গাটি এখনো অধরা রয়ে গেছে।
আশা করি এ গ্রন্থের মাধ্যমে ইলমে হাদিসের বরেণ্য নক্ষত্র সুফিয়ান সাওরির জীবনকে নতুন আলোয় দেখার সুযোগ পাবেন সকল পাঠক।