‘স্বপ্নবাজ’ নাটকটিকে ড্রয়িংরুমসর্বস্ব নারীবাদী নাটক হিসেবে অভিহিত করা হয়। একজন নারী, যে স্বামীর আলাদা বিয়ের কারণে সন্তান নিয়ে নিজের মতাে বাস করে, তার একজন প্রেমিক রয়েছে, যার নাম ইফতেখার। একদিন স্বামী এসে কন্যার অধিকার চাইলে সেই নারী, যার নাম নিশি, যে অহর্নিশ স্বপ্নে ভাসে ডােবে, সে সন্তানকে নিজের কাছে রাখতে কী পরিমাণ অতলে নিজেকে ডােবাতে পারে স্বপ্নবাজ তারই অভিনব দলিল।
‘রূপবতী’ সম্পূর্ণ ভিন্ন ধাচের জাদুবাস্তবতায় ঘেরা গীত সর্বস্ব নাটক। এই নাটকটি লােকজ আবহে রচিত। কয়েকশ বছর পর কবর থেকে উঠে এক। উদ্ভট চেহারার মানুষ তার খুন হয়ে যাওয়া স্ত্রী রূপবতীর হত্যাকারীকে খুঁজতে খুঁজতে একসময় এক বিস্ময়কর সত্যের সামনে দাঁড়ায়।
‘অচিন পাখি নদী’-ও লােকজ আবহে রচিত। মেঘবতী কিসসা রচনা করে আর নিতাই তা দোতারায় তুলে দশগ্রামে শুনিয়ে বেড়ায়। বহু বর্ণিল নদী ‘অচিন পাখি’র তীরে মেঘবতী তৃষ্ণার্তের মতাে অপেক্ষা করে তার কাঙ্ক্ষিত প্রেমিকের জন্য। এখানে প্রেমের কাছে যাতে শিল্প নষ্ট না হয় তার জন্য এক দুর্মর ত্যাগের বয়ান আছে।।
এইসব নাটক রচনার জন্য কৃতজ্ঞ প্রয়াত নাট্যকার সেলিম আল দীনের প্রতি, যিনি আমাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। কৃতজ্ঞতা নাগরিক নাট্যসম্প্রদায় আর সুবচন নাট্যসংসদের প্রতিও।
Title | : | তিনটি মঞ্চনাটক |
Author | : | নাসরীন জাহান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845022484 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 117 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |