যুবক বয়সে টাকা ইনকাম করবো তারপর রিটারমেন্টে গিয়ে শেষ বয়সে পায়ের উপর পা তুলে আরামে জীবনটা পার করে দিবো। এই যুগের একটা কমন কনসেপ্ট এই বাক্যটা। অনেকেই এই চিন্তা করে ধনী হয়, ধনী হওয়ার পথে দৌড়ায়। জীবনভর নিজেকে দৌড়ের উপর রাখে, পরিশ্রম করে শুধু আবর্জনাই জমায় কিন্তু কীভাবে তা ব্যবহার করবে কীভাবে এর হাত থেকে বাঁচতে পারবে এগুলোই জানে না। ফলে নিজেদের বানানো স্বর্ণের বা রুপার শিকলে আটকে থাকে আজীবন।
ব্যাংকে ১,০০০,০০০ ডলার থাকাটা কিন্তু কারো কল্পনা না। কল্পনা হচ্ছে এমন একটা জীবন যাপন করা, যে জীবনে যা ইচ্ছা তাই করা যায়। প্রশ্নটাও তখনই উদয় হয়, কিভাবে ১,০০০,০০০ ডলার না থাকার পরেও কেউ একজন কোটিপতির মতো যা ইচ্ছা তাই করার স্বাধীন জীবন পেতে পারে?
এই বইটা পড়লে আশা করা যায় এই প্রশ্নটার উত্তর পেয়ে যাবেন।