ইতিহাসের সোনালি শাসন খিলাফতে রাশিদা। খিলাফতে রাশিদার পর শুরু হয় ইসলামি ইতিহাসের দুর্যোগকাল–বংশীয় খিলাফতের সূচনা, জামালযুদ্ধ, সিফফিনযুদ্ধ, কারবালা, ইমাম হুসাইনের শাহাদত! একের পর এক ঘটতে থাকা ইতিহাসের আলোচিত-সমালোচিত অধ্যায়!
পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয় অভিযান; শিয়া-খারিজিদের উত্থান, খিলাফতকেন্দ্রিক অস্থিরতা, ইসলাম রক্ষায় সাহাবি-তাবিয়িগণের আত্মত্যাগ, লোমহর্ষক ঘটনায় ভরপুর বিস্ময়কর আলো-আঁধারি; ইসলামের মহান সাহাবিদের নিয়ে মিথ্যা রটনাকারীদের কল্পকথার বিশ্লেষণ–এর সবই উমাইয়া খিলাফতের ইতিহাস পরিক্রমা।
উমাইয়া শাসক উমর ইবনু আবদুল আজিজ, যিনি কিয়ামত পর্যন্ত সুশাসনের দৃষ্টান্ত হয়ে পৃথিবীতে টিকে থাকবেন; কীভাবে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠিত করেছেন; বিদ্রোহ দূর করে খিলাফতে রাশিদার সোনালি শাসন ফিরিয়ে এনেছেন–এমন সবকিছুই উমাইয়াদের অধ্যায়।
খিলাফতের দীর্ঘ ইতিহাসে খুবই আলোচিত-সমালোচিত পাঠ উমাইয়া খিলাফত। বিশ্বখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মদ সাল্লাবির কলমে উঠে এসেছে সত্যসন্ধ ইতিহাসের সাহসী উচ্চারণ। ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন উমাইয়া খিলাফতের আদ্যোপান্ত। প্রামাণিক বিশ্লেষণে ইতিহাস কত সুন্দরভাবে ফুটে ওঠে–এই গ্রন্থ খুলে দেবে সেই জানালা।