দুই খণ্ডের উসওয়ায়ে সাহাবায় দালিলিক ভঙ্গিতে উল্লেখ হয়েছে সাহাবিদের পরিচয় ও সংখ্যা, আকিদা-বিশ্বাস, ইবাদাতের পদ্ধতি, নবীজির প্রতি সম্মান ও ভালোবাসা, সামাজিক আচরণবিধি ও লেনদেন, রাজনৈতিক অবদান, সেবামূলক কার্যক্রম, বিচারব্যবস্থা, সংস্কারপদ্ধতি, শাস্ত্রীয় অভিজ্ঞতা ও শিক্ষাদান পদ্ধতিসহ তাদের বৈচিত্র্যময় জীবনের প্রতিটি অধ্যায়।
সাহাবিদের জীবনাদর্শ নিয়ে রচিত উসওয়ায়ে সাহাবা একটি ব্যতিক্রমধর্মী বিরল সাহিত্যকর্ম। জীবনের নির্দিষ্ট ক্ষেত্রগুলোতে আকাশের তারকাতুল্য সাহাবিদের অনুকরণের জন্য এই গ্রন্থের বিকল্প খুঁজে পাওয়া দুষ্কর।