ভাইরে/আপুরে!!! বইটি আমার ফেসবুক টাইমলাইনের বিভিন্ন স্ট্যাটাস থেকে নিয়ে লেখা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া বা সদ্য পাস করে যাওয়া তরুণতরুণীদের সাথে নিজের অভিজ্ঞতা, সাফল্য ও ব্যর্থতা শেয়ার করতে চেয়েই স্ট্যাটাসগুলোর সৃষ্টি। বাংলাদেশের ছেলে মেয়েরা অনেক বুদ্ধিমান। তাদের শুধু দরকার একটু গাইডলাইন, একটু Spark! সেগুলো দেবার জন্যই নিজের মতো করে চেষ্টা করেছি।
আমি কোনো মোটিভেশনাল লেখক বা বক্তা নই। আমি মনে করি সবচেয়ে বড়ো মোটিভেশন আসে নিজের ভেতর থেকেই।
বইটি লিখতে আমি যেভাবে কথা বলি সে ভাষাই ব্যবহার করেছি। এতে বাংলা, ইংরেজি, কথ্য, সাধু, চলিত মিশ্রণ আছে। পাঠক আমার এই ব্যত্যয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করবো। বইটি একবারে পড়ে শেষ না করবার অনুরোধ করছি। একেকটা চ্যাপ্টার পড়বেন আর একদিন বিরতি নেবেন। এতে করে বিভিন্ন আইডিয়া, পথনির্দেশ, অনুরোধ ইত্যাদি বুঝতে বা ফলো করতে সুবিধা হবে বলে মনে করি। তাছাড়া কিছু কিছু চ্যাপ্টারে কিছু কিছু বিষয়ের repetition আছে (যেমন Excel শেখা বা Vocabulary) যা প্রয়োজনের খাতিরেই করা হয়েছে ।