সব তাঁবুরই একটি খুঁটি থাকে, গাছের মাটির সাথে লাগোয়া একটা শিকড় থাকে। ইসলাম নামের বিশাল ও সুশোভিত বটবৃক্ষের শিকড় এবং গোটা বিশ্বকে ছেয়ে যাওয়া তাঁবুর খুঁটি হলো তাওহীদ, এরপরেই আরেকটি খুঁটি, যার নাম নামায। ইসলামে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদাত হলো নামায। তাওহীদের সবচেয়ে দৃশ্যমান প্রকাশ নামায। কুফর-শিরক ও ঈমানের মাঝে পার্থক্যকারী নামায। নামায আল্লাহর সাথে সাক্ষাত। নামায অন্তরের খোরাক। কিন্তু আফসোস……আজ মুসলিম উম্মাহর দশা এতটাই অধঃপতিত হয়েছে যে, মুসলিম কিন্তু নামায পড়ে না- এমনটাই যেন স্বাভাবিক হয়ে গেছে। আযান শুনেও না শোনাটাই যেন রীতি হয়ে গেছে। আগেকার লোকেরা নামায ছাড়লে তাকে সন্দেহ করতেন, কিন্তু এখন নামায পড়লেই বরং তাকে সংশয়ের দৃষ্টিতে দেখা হয়।
উম্মাহর প্রত্যেকটি সদস্যের প্রতি, নিজের আপন নীড়ে ফিরে আসার আহ্বান নিয়ে, নিজের স্বভাবধর্মের দাবীতে প্রত্যাবর্তন করার আকুতি নিয়েই এই বইটি। ‘আর ছাড়বো না নামায’ হয়ে উঠুক প্রত্যেকের মনের আন্তরিক দৃঢ় ইচ্ছা।