ছ'মাসের গর্ভবতী দুর্গা আমেরিকায় এসেছিল তার স্বামীর কাছে। খােলামেলা জীবন যাপনে অভ্যস্ত দুর্গা বদ্ধ অবস্থায় কাটাবে কী করে? কন্যা সন্তানের জন্মের পর আস্তে আস্তে তার জীবনে আসে পরিবর্তন। মেয়েকে স্কুলে আনা-নেওয়া থেকে স্বামীর দোকানে সময় দিতে গিয়ে স্বাধীন জীবনে ফিরে আসে দুর্গা। অনেকের সঙ্গেই ইতিমধ্যে তার বন্ধুত্ব হয়। তাদের মধ্যে একজন খদ্দেরের সঙ্গে হয় তার অন্যরকম এক সম্পর্ক। ক্রমে আমেরিকায় অভ্যস্ত হয়ে ওঠে ও। ‘বালিকা জানে না’ শিরােনাম হলেও উপন্যাসটি মূলত দুর্গার জীবনকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। পাশাপাশি আমেরিকায় প্রবাসী বাঙালি সমাজের চিত্রও ফুটে উঠেছে এ কাহিনীতে। বিস্ময়কর প্রতিভার অধিকারী দুর্গার মেয়ে। অল্প বয়সেই তার নাম ছড়িয়ে পড়ে সমগ্র আমেরিকায়। এক কম্পিটিশনে যেয়ে জীবনে ঘটে একটি দুর্ঘটনা। কী সেই অপঘটনা? পরিণতিতে কী হয় তার মেয়ের? পাঠককে শেষ পর্যন্ত কৌতুহলী করে রাখে সমরেশ মজুমদারের গতিময় গদ্যে নির্মিত এ উপন্যাস।