Short Description
ঘড়িতে রাত ১২:৫৬। অনেকক্ষণ যাবৎ ফোনটা বেজে চলেছে, ফোন ধরার সাহস পাচ্ছে না তিতির। হাত-পা অসাড় হয়ে আসছে কারণ মুগ্ধ ফোন করেছে। একটা সময় আর থাকতে না পেরে ধরেই ফেলল, "হ্যালো" মুগ্ধ গম্ভীর গলায় বলল, 'যাক, অবশেষে দয়া হলো ফোনটা ধরার। 'আমি ফোনের কাছে ছিলাম না।' “আচ্ছা? তাই নাকি! আর সেদিন যে সারা রাত কল দিলাম, সেদিন ধরোনি কেন?' মুগ্ধর গলায় স্পষ্ট রাগ। তিতির দায়সারা উত্তর দিলো, 'ঘুমিয়ে পড়েছিলাম।' 'মিথ্যে বোলো না, অন্তত আমার কাছে।' 'আসলেই ঘুমিয়ে পড়েছিলাম। তা না হলে তো পরদিন সকালের ফোনটাও ধরতাম না।' 'সকালে ধরে লাভ কী? অফিসে থাকলে কি কথা বলা সম্ভব? 'এখন কী বলবে বলো? মুগ্ধ এবার গলা নামিয়ে বলল, 'কাল কি তুমি আমাদের এদিকে এসেছিলে?” চমকে উঠল তিতির, হ্যাঁ সে গিয়েছিল শুধু দূর থেকে মুগ্ধকে একবার দেখার জন্য। কিন্তু মুগ্ধ তো তাকে দেখেনি। তাহলে? অবাক হবার ভান করে বলল, 'কই না তো। কেন জিজ্ঞেস করছ?' 'কাল সকালে যখন বেরিয়েছি, কেন যেন মনে হচ্ছিল তুমি ওখানে ছিলে!" 'না, আমি কাল সকালে বাসাতেই ছিলাম। *ও! আমি অবশ্য কোথাও তোমাকে দেখতে পাইনি। তবু মানুষের মন তো, অনেকসময় অনেক কিছু ভেবে ফেলে। তাছাড়া ইদানীং তোমাকে বড় বেশি মনে পড়ে।
বই |
|
ধরন |
|
লেখক |
|
প্রকাশনা |
|
পৃষ্ঠা |
|
কভার |
|
ISBN |
|
প্রকাশকাল |
|
পিডিএফ |
একটু পড়ুন (PDF) |