“মোরাল অফ দ্যা স্টোরি” হলো মূলত একটি মোটিভেশনাল বই। এই বইয়ে বর্তমান পরিস্থিতি এর ওপর ভিত্তি করে বিভিন্ন ছোটগল্প বা বাস্তব কোনো ঘটনা তুলে ধরে সমাজের বিভিন্ন অবক্ষয়ের দিক এবং তার প্রতিকার তুলে ধরা হয়েছে। ধরে নিতে পারেন এই বইটি হলো সমাজের ডার্ক সাইডের বিরুদ্ধে একটি নীরব প্রতিবাদ। যেখানে প্রতিবাদ করা হয়েছে একটি বাচ্চার পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে একজন ভেঙে পড়া শিক্ষার্থীর পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে সংখ্যালঘুদের পক্ষে। যেখানে প্রতিবাদ করা হয়েছে একজন নারীর পক্ষে এবং যেখানে প্রতিবাদ করা হয়েছে একজন উদ্যোক্তার পক্ষে।