বাংলাদেশের প্রেক্ষাপটে উশরের আলোচনা করতে গেলে অবশ্যই ইসলামের খারাজ ব্যবস্থার আলোচনা করতে হয়েছে। এরপর বাংলাদেশের ভূমির ধরন নির্ধারণ করতে চেষ্টা করেছি ও বাংলাদেশের ভূমির উশর বা খারাজ প্রদানের পদ্ধতিও আলোচনা করেছি। সবশেষে বাংলাদেশের প্রেক্ষাপটে উশরের কিছু প্রয়োজনীয় আহকাম আলোচনা করেছি। আলোচনার সুবিধার্থে বইটিকে নিুলিখিত পাঁচটি অধ্যায়ে ভাগ করেছি: প্রথম অধ্যায়: আরকানুল ইসলাম ও যাকাত, দ্বিতীয় অধ্যায়: উশর বা ফসলের যাকাত, তৃতীয় অধ্যায়: ইসলামী খারাজ ব্যবস্থা, চতুর্থ অধ্যায়: খারাজী ভূমি বনাম উশরী ভূমি ও পঞ্চম অধ্যায়: বাংলাদেশে ফসলের যাকাত প্রদান। বইটি রচনায় আমার ক্ষুদ্র সাধ্যের মধ্যে যথাসম্ভব হাদীস, তাফসীর ও ফিকহের প্রয়োজনীয় গ্রন্থাবলী অধ্যয়নের চেষ্টা করেছি। যে সকল গ্রন্থ থেকে সরাসরি উদ্ধৃতি দিয়েছি সে সকল গ্রন্থের একটি তালিকা বইটির শেষে প্রদান করেছি, যেন আগ্রহী গবেষকগণ তা থেকে সাহায্য গ্রহণ করতে পারেন।