সুখী ও সুন্দর জীবনের ফরমুলা
Categories: আত্ম-উন্নয়ন, নন ফিকশন
Publisher: প্রজন্ম পাবলিকেশনAuthor: নিক ভুইচিচ
নিক ভুইয়িচিচ একজন মোটিভেশনাল স্পিকার। এই বইয়ে তিনি নিজের ব্যক্তিজীবনের গল্পই সবাইকে জানিয়েছেন। কারো জীবনের গল্প তখনই বিশেষ হয়ে ওঠে, মানুষের কাছে মূল্যবান হয়ে ওঠে, যখন সেখানে নানা গুণের সমন্বয় থাকে। যেই জীবন থেকে শেখার থাকে, সেই জীবন ধন্য। নিক ভুইয়িচিচ তেমনই এক জীবনের অধিকারী অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব।
অঙ্গপ্রত্যঙ্গ ছাড়াই জন্মগ্রহণ করা এই মানুষটি কতটা কঠিন সময় পার করেছেন, তা আমাদের মতো স্বাভাবিক মানুষের কল্পনার বাইরে। হাত, পা না থাকা একজন মানুষের জীবন কতটা দুর্বিসহ হতে পারে, তা বোধ করি সবাই-ই অনুমান করতে পারেন। কিন্তু কয়জন পারেন জটিল অবস্থান থেকে উঠে এসে নিজেকে সফলতার মঞ্চে দাঁড় করাতে? এমন ক’জন মানুষ রয়েছে যারা হার না মেনে সকল প্রতিকূলতাকে জয় করে যায়?
সংখ্যাটা বেশি বড় হবে না। তবে এই ছোট্ট সংখ্যার মাঝেই নিক ভুইয়িচিচ নিশ্চিতভাবেই জায়গা করে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি আপনাদেরকে বলেছেন সেই যুদ্ধ জয়ের কথা, জীবনের সাথে লড়ে যাওয়ার কথা। জীবনের সকল প্রতিকূলতা কীভাবে দূর করতে হয় এবং কীভাবে নিজেকে এগিয়ে নিতে হয় নিক ভুজিসিচ সেই গল্প আপনাদেরকে জানিয়েছেন ‘লাইফ উইথআউট লিমিট’ বইটিতে। শেয়ার করেছেন নিজের বিশ্বাস, আস্থা ও মানুষকে ভালোবাসার জায়গাটি। এভাবেই প্রচন্ড অস্বাভাবিক একটি জীবন সবার কাছে হয়ে উঠেছে মহিমান্বিত। জীবন যুদ্ধে জয়ী এক নায়কে পরিণত হয়েছেন নিক।
প্রিয় পাঠক, সুখী ও সুন্দর জীবনের ফরমুলা আপনাদেরকে জানাবে সেই যুদ্ধ জয়ের গল্প, অনুপ্রেরণার গল্প, যা আপনাদেরকেও যোগ্য হয়ে উঠতে সাহায্য করবে।