সাগর, নদী, পাহাড়, দীঘি, পুকুর, বনানী, ফুল, পাখি, পাতা, প্রেম, বিরহ, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, যন্ত্রণা, জীবন, মৃত্যু, সংগ্রাম, যুদ্ধ, মুক্তিযুদ্ধ, দেশ, জাতি, বঙ্গবন্ধু—এসব কিছুই উঠে এসেছে শব্দের সাবলীল। সম্ভারে, প্রাণবন্ত লেখচিত্রে। ‘আমি যােদ্ধা হবাে’ অসম্ভব অস্থির ও আবেগপ্রবণ এক প্রেমিক কবির বলিষ্ঠ শব্দকথন। ধৈর্যহীন প্রেমিকের উন্মাদ ভালােবাসায় প্রিয়াকে ভাসিয়ে দেওয়া, অসীম আবেগে প্রেমিকাকে নিয়ে অনন্তে মিশে যাওয়া, বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়া, স্বাধীন বাংলাদেশের মাটি থেকে কাটা উপড়ে ফেলা, রক্তঋণ শােধ করা, নতুন সূর্য ওঠানাে—জীবনের সুতীব্র অনুভূতি আর সাহসী কর্মের প্রাণ ছুঁয়ে যাওয়া অসাধারণ এক কাব্যগাথা। পাঠক মােহাচ্ছন্ন হবেন, আপ্লুত হবেন, স্মৃতিকাতর হবেন, উজ্জীবিত হবেন।
Title | : | আমি যোদ্ধা হবো |
Author | : | মাহবুব হাসান সালেহ্ |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845022279 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 88 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |