বাংলা-বিহার-উড়িষ্যার ঝঞ্ঝাবিক্ষুব্ধ সে সময়গুলো সত্যের ও তথ্যের নিপুণ মিশেলে এতে জীবন্ত করে তুলেছেন সত্যানুসন্ধানী লেখক ড. করম হোসাইন শাহরাহি।
মোট পাঁচ খণ্ডের বিশাল আকারের উপন্যাসের প্রথম দ্বিতীয় খণ্ড এটি। প্রথম খণ্ড—‘দ্য সিক্রেট অব দ্য টেম্পল’ও প্রকাশের পরই সাড়া জাগাতে সক্ষম হয়। উপন্যাসটি বাংলায় অনুবাদ করেছেন কাজী আবুল কালাম সিদ্দীক। তার অনুবাদে পাঠক পাবেন অনকোরা স্বাদ, অনবদ্য গদ্যের গতিময়তা, শব্দ ও মর্মের প্রাণোচ্ছল কলমুখরতা এবং ইতিহাসের পথ ধরে হেঁটে যাবেন একটি অনুন্মোচিত বাংলাদেশের মানচিত্রে।