কী রিপাের্ট, কী কলাম-রাজনীতির মতাে জটিল বিষয় পীর হাবিবুর রহমান প্রাপঞ্জল ভাষায় পাঠকের সামনে যখন তুলে ধরেন তখন মনে হয় যেন কথা বলছেন। তার হাতে শব্দ বাজে ঘুুরের মতাে। ভাষা, আবেগ, যুক্তি আর গতি তার লেখার শক্তি। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে গল্প লিখতেন। মন্দিরা নামের একখানি উপন্যাসও তার রয়েছে। এবার পাঠকদের জন্য বইমেলায় পীর হাবিবুর রহমান লিখেছেন পত্র-উপন্যাস বুনােকে লেখা প্রেমপত্র। এখানে দুই নর-নারীর প্রেম ও ভালােবাসার হৃদয় আকুল করা আকুতি, বিরহ, দহন, পাওয়া না-পাওয়ার যন্ত্রণাবিদ্ধ কথােপকথন উঠে এসেছে। রবীন্দ্রনাথ থেকে নজরুল হয়ে জীবনানন্দ দাশ পর্যন্ত ঠাই পেয়েছেন এই পত্র-উপন্যাসে। এ যেন পত্র-উপন্যাস নয়, দুই নর-নারীর প্রেমের জীবন্ত উপাখ্যান। পাঠক হৃদয়ে প্রশ্ন জাগতেই পারে-এ কি লেখকের নিজের প্রেমের মহাকাব্য ? নাকি কল্পনাপ্রসূত জীবনঘনিষ্ঠ কোনাে চিত্রপট ? প্রেমিকা বুনাে চরিত্র এর আগে লেখকের কলামেও উঠে এসেছে। উপন্যাসের পাতায় পাতায় বুনােকে নানা নামে ডাকা হয়েছে। বুনােও প্রেমিক চরিত্রকে প্রাঞ্জলসহ নানা নামে ডেকেছে। উপন্যাসটি পড়তে পড়তে মনে হয় চোখের সামনে এক সুন্দর প্রেমিকযুগল চিঠির যুগ থেকে মুঠেোফোন ও ফেসবুক যুগে প্রবেশ করেছে। উপন্যাসে জলজোছনার রাতে দুজনের হাওড় ভ্ৰমণ, জর্দানের আম্মান সিটির ডেড সির তীরে কথােপকথনে মগ্ন হওয়ার ঘটনাবলি থেকে উঠে এসেছে মান- অভিমান, বিরহ-বিচ্ছেদ নানাকিছু। বুনােকে লেখা চিঠিতে রাতজাগা এক বিবাগী বাউলের মতাে বিশুদ্ধ প্রেমিক হওয়ার আকুতি থেকে নায়কের হৃদয়ের রক্তক্ষরণ কিংবা বুনাে নামের নারীটির চিঠিগুলাে পাঠকের হৃদয় স্পর্শ করবে।
Title | : | বুনোকে লেখা প্রেমপত্র |
Author | : | পীর হাবিবুর রহমান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845022316 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 111 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |