‘হাজার হাজার নারীর মাথার উপর দিয়ে ঝড় বয়ে যায়। বাতাসে ঝরা পাতা বনবন ঘােরে। তুমুল বৃষ্টি নামে। পায়ের নিচে বন্যার জল গড়ায়। নদী ভেঙে ঘরহীন হয়। ফেটে চৌচির হয়ে থাকে ফসলের মাঠ। রুক্ষ ভূমিতে ঘাস জন্মায় না। পাথুরে পথে হেঁটে গেলে রক্ত ঝরে পা থেকে। ঋতু ক্রমাগত বদলাতে থাকে। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কতবার ঋতু বদল হলাে – সকলে একবাক্যে বলে জানি না। মনে রাখিনি। কতবার ক্ষমতা বদল হলাে দেশের?
আমরা খোঁজ রাখি না। কারণ ক্ষমতা বদলে আমাদের কিছু এসে যায় না। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বলে না, তােমাদের প্রতি আমরা অন্যায় করেছি। তােমরা আমাদেরকে ক্ষমা করে দাও। হা-হা করে হাসে নারীরা। নারীদের হাসি বয়ে যায় বাতাসের বেগে । পৌছে যায় বঙ্গোপসাগরে-সুন্দরবনে-কেওক্রাডনের মাথায়। ওরা অফুরান শক্তি নিয়ে কাঁটাতারের বেড়ি ভাঙার কাজে নিজেদের ধরে রাখে।'
Title | : | দিনের রশিতে গিটঠু |
Author | : | সেলিনা হোসেন |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 984410548 |
Edition | : | 2014 |
Number of Pages | : | 175 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |