Title | : | যদি মন কাঁদে |
Author | : | শহিদ হোসেন খোকন |
Publisher | : | অন্যপ্রকাশ |
Edition | : | 2021 |
Number of Pages | : | 111 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
নিউইয়র্কে খুব জাঁকিয়ে শীত পড়ছে, তাপমাত্রা প্রায় শূন্যের কাছাকাছি। শহিদ হোসেন যখন সিঙ্গাপুর থেকে নিউইয়র্ক আসেন হুমায়ূন আহমেদকে দেখতে তখন তাপমাত্রা ৭/৮ ডিগ্রি সেলসিয়াসে ছিল, এখন ৩/৪ এ নেমে এসেছে। ওয়েদার রিপোর্ট বলছে আগামী সপ্তায় বরফ পড়তে শুরু করবে। বহু গল্প-উপন্যাস, মুভিতে আকাশ থেকে তুলোর মতো বরফ পড়তে দেখছি। আমার খুব ইচ্ছে বরফ পড়া দেখে যাই, স্যারও বলেছেন আরও কিছুদিন থাকো তারপর সবাই মিলে ধোঁয়া ওঠা গরম কফি খেতে খেতে বরফ পড়া দেখবো! নিউইয়র্কে তখন হুমায়ূন আহমেদের কর্কোট রোগের চিকিৎসা চলছিল।
শেষ পর্যন্ত আর একসংগে বরফ দেখা হলো না শহিদ হোসেনের!
ররফ দেখা না হলেও হুমায়ূন আহমেদের সঙ্গে নিউইয়র্কে টানা ১৫ দিন সময় কাটান শহিদ। হুমায়ূন আহমেদের সঙ্গে ঘুরতে যান আটলান্টিক সিটি। এই সময় খুব কাছ থেকে দেখার সুযোগ হয় লেখকের। নিউইয়র্ক এবং এর আগে সিঙ্গাপুর ও দেশে একসাথে অনেক সময় কাটিয়েছেন লেখক। সেইসব গল্পের মাধ্যমে অচেনা এক হুমায়ূন আহমেদ উঠে আসে তার এই গ্রন্থে।