বই সম্পর্কে
ধরো বিশাল সমুদ্রে ভেসে বেড়াচ্ছে একটা কাচের চুরি, সেই সমুদ্রের তলদেশে ঘুমিয়ে আছে একটা কাছিম, পঞ্চাশ বছর পর পর সেই কাছিমটা একবার জলের ওপর মাথা ভাসিয়ে দেয়, যদি কখনো দৈবক্রমে চুরির ভিতর দিয়ে কাছিমের মাথা গলিয়ে যায় সেটা যেমন বিস্ময়কর ঘটনা হবে, তোমার জন্ম তার চেয়েও বিস্ময়কর ঘটনা।
— গৌতম বুদ্ধ