অবিসংবাদিত নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাংলার হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খৃস্টানসহ দেশের সর্বস্তরের মানুষ জীবনের মায়া তুচ্ছ করে স্বাধিকার আন্দোলনে যোগ দেয়। একাত্তরের ২৫ মার্চ রাতের অন্ধকারে পাকিস্তানি সেনাবাহিনী সামরিক নিয়ম-কানুনের তোয়াক্কা না করেই ‘অপারেশন সার্চ লাইট’র নামে নিরস্ত্র বাঙালিদের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে। সেই অতর্কিত আক্রমণের পর এদেশের মানুষের সামনে যুদ্ধের বিকল্প কিছুই ছিল না। যার যা আছে তাই নিয়ে তারা এক অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একাত্তরের মুক্তিযুদ্ধে শুধুমাত্র পুরুষরাই অংশ নিয়েছিল তাই নয়। পুরুষের পাশাপাশি বাংলার অগণিত নারীও সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তারা খুন্তির বদলে হাতে তুলে নিয়েছিল রাইফেল। শুধুমাত্র বাংলার নারীরাই যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তাই নয়। অসংখ্য বিদেশি পুরুষের পাশাপাশি অনেক বিদেশি নারীও বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছিল। অনেক বিদেশি নারী রণাঙ্গনে সক্রিয়ভাবে যুদ্ধও করেছিলেন। মুক্তিযুদ্ধে তাদের অনেক অবদান রয়েছে। তাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারবো না। ‘মুক্তিযুদ্ধে বিদেশি নারী’ বইটিতে একাত্তরের মুক্তিযুদ্ধে অংশ নেয়া এবং পাশে থাকা বিদেশি নারীদের অবদানের কথা তুলে ধরা হয়েছে। বইটি লেখার জন্যে লেখককে কতোটা পরিশ্রম করতে হয়েছে সেটা পাতা উল্টালেই বোঝা যাবে। বইটি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল পাঠকের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। সকলের ভালো লাগলেই লেখক-প্রকাশকের শ্রম সার্থক হবে।
Title | : | মুক্তিযুদ্ধে বিদেশি নারী |
Author | : | শাহানা পারভীন লাভলী |
Publisher | : | অনন্যা |
Edition | : | 2022 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |