বই সম্পর্কে পরিবার, সমাজ, সংস্কৃতি, ধর্ম, রাষ্ট্র, মিডিয়াকিভাবে নারীকে শৃঙ্খলিত করে সেই কথাইনারীর শৃঙখল? জব্বর হােসেন যে চিত্র তুলে ধরেছেন তা ভয়াবহ তবে সত্য। এখনাে বিয়ে এবং মাতৃত্বের মধ্যেই বন্ধী মেয়েরা। সন্তান উৎপাদনের যন্ত্র, যৌনদাসী হিসেবে ব্যবহৃত । এখনাে কন্যা শিশুদের ভ্রণ দেখেই খুন। পুত্রের জন্য প্রার্থনা। বিজ্ঞানকে ভুল প্রমাণিত করে কন্যার জন্য দায়ী মেয়েরা। কালাে মেয়েদের ভাগ্যে কুৎসিত মন্তব্যই জোটে। বিয়ে না হলে কোন সম্মান নেই মেয়েদের। একা মেয়ে মানে মন্দ মেয়ে। এখনাে যৌন নির্যাতন, ধর্ষণ, পায়ুসঙ্গম নিত্যদিনের ঘটনা। এসিডমারা, আগুনে পােড়ানাে, বধূ হত্যা চলে-নিয়মিত। ধর্মের নামে, পর্দার নামে, অসভ্য বােরকা, হেজাব, জোব্বা। ধর্মীয় নির্যাতন, দোররা, ফতােয়া। পুরুষেরা ভােগ করে বলেই ভােগে নারীরা! জব্বার হােসেন প্রচলিত পুরুষতান্ত্রিক রীতি, ধর্ম, সংস্কৃতির বিরােধিতা করেন এ কারণেই। শুধু তাই নয়, তথাকথিত ‘পুরুষ’ তালিকা থেকে নিজেকে প্রত্যাখ্যান ও করেছেন তিনি।
|