রাজাকার বলে সম্বােধন করি আমরা অনেককে, বুঝিও যে কে রাজাকার বা কে রাজাকার নয়। কিন্তু, রাজাকারের মন কেমন তা নিয়ে কখনও ভাবিনি। ইতিহাসবিদ মুনতাসীর মামুন রাজাকারদের রচনা দিয়েই বিশ্লেষণ করেছেন রাজাকারের মন, তাদের ভাবনা-চিন্তা, দর্শন। দেখিয়েছেন তারা কীভাবে কৌশলে মুক্তিযুদ্ধের। ইতিহাসের বিকৃতি ঘটায় আর কীভাবেই বা সাধারণের মনােজগতে আধিপত্য বিস্তারে সচেষ্ট থাকে।
রাজাকারের মনােজগৎ নিয়ে বাংলা ভাষায় এর আগে এত চমৎকার বিশ্লেষণ আর কোনাে লেখক করেননি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গত তিন দশকে নানা ধরনের বই প্রকাশিত হয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের বিরােধী দু’পক্ষ প্রায় অনালােচিত থেকে গেছে। বিশ্লেষণপূর্ণ কোনাে রচনা রচিত হয়নি তাদের নিয়ে। ড. মুনতাসীর মামুন . নয়জন রাজাকারের আত্মজীবনী নিয়ে রচনা করেছিলেন রাজাকারের মন। ২০০০ সালে আমরা তা প্রকাশ করেছি। এ বছর আমরা প্রকাশ করলাম রাজাকারের মনএর দ্বিতীয় খণ্ড। ছয়জন রাজাকারের আত্মজীবনীর ওপর ভিত্তি করে অধ্যাপক মামুন দ্বিতীয় খণ্ডটি রচনা করেছেন।
এই গ্রন্থ শুধু গবেষক নয়, বাঙালি মাত্রেরই পড়া উচিত। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস-চর্চায় রাজাকারের মন যুক্ত করেছে নতুন মাত্রা।
Title | : | রাজাকারের মন - দ্বিতীয় খণ্ড |
Author | : | মুনতাসীর মামুন |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9844102405 |
Edition | : | 2001 |
Number of Pages | : | 151 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |