ভয় পেলে সজলের নাক কাঁপে। সম্পূর্ণ নাক না, নাকপ মাথা কাঁপে, তিরতির করে কাঁপে। ওর এখন নাক কাঁপছে। সজলের মনে হচ্ছে, দরজা খােলার সঙ্গে সঙ্গে কেউ একজন তার ওপর ঝাঁপিয়ে পড়বে কিংবা তাকে ধাক্কা দিয়ে কেউ একজন ঘর থেকে বের হয়ে দৌড়ে পালাবে অথবা ঘরের ভেতর চুপচাপ বসে থাকতে দেখবে কাউকে। এমনও হতে পারে মৃত কাউকে মেঝেতে অথবা অন্য কোথাও পড়ে থাকতেও দেখতে পারে সে। তবে সজল যে ভয়টা সবচেয়ে বেশি পায়, সেটা হচ্ছে—একদিন বাইরে থেকে এসে ঘর খুলেই দেখবে তার বিছানার ওপর ন্যাংটা একটা লােক বসে আছে, গায়ে কিংবা পরনে একটা সুতাও নাই তার। পুরােপুরি দিগম্বর একটা লােক হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে তার দিকে। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, লােকটা দেখতে হুবহু তার মতাে!
সাড়ে ছয়তলা এই বিল্ডিংটায় সজলরা থাকে, সজল আর মিলির গােছানাে সংসার। একদিন বাইরে থেকে রাত করে বাসায় ফিরেই তারা দেখে, দরজার নিচে এক টুকরাে। কাগজ, কাগজে লেখা—‘সাতাশ এপ্রিল রাত বারােটা!’ কিছুই বুঝতে পারে না তারা। সাতাশ তারিখ আসতে এখনাে বেশ কয়েকটা দিন বাকি। কিন্তু সেই রাতেই ওই বিল্ডিংয়ে খুন হয়ে যায় একজন। তারপর ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কারও খাবারে বিষ পাওয়া যায়, কারও ফ্ল্যাটে আগুন লাগে, কেউ পালিয়ে যায় এ বিল্ডিং ছেড়ে এবং সবশেষে মারা যায় আরও একজন। কিন্তু এসবই করে ওই বিল্ডিংয়েরই একজন। কে সে ? কেন এসব করে লােকটি ?
Title | : | সাতাশ এপ্রিল রাত বারোটা |
Author | : | সুমন্ত আসলাম |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9789845025928 |
Edition | : | 2020 |
Number of Pages | : | 111 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |