আচমকা গুলির শব্দ।... নিজেদের প্রাসাদবাড়ির। আঙিনা ছেড়ে দুই ভাইবােন শৈশবের একটি মাসে আশ্রয় নিল তাদেরই পরম আত্মীয়ের বাড়িতে... ওরা জানত না দেশে যুদ্ধ শুরু হয়েছে। আত্মীয়তার নাড়ি ছিড়ে গরুগাড়ি করে জ্বলন্ত গ্রাম... আকৃষ্ট পথ... রক্তাক্ত লাশ... এর স্তর পেরুতে পেরুতে জবুথবু ওরা ক্রমে দেখতে শুরু করল মুখােশপরা মানুষের দানবীয় রূপ । নাসিম আর নাজিয়া খড়ের গাদায় শুয়ে দুঃসহ রাতদিন কাটাতে কাটাতে পৃথিবীর ভয়ঙ্কর চেহারা দেখে ক কাঁদত, কখনাে পৈশাচিক ভয়ে নিথর হয়ে যেত। যুদ্ধের দুঃসহ দিনের মাঝে প্রথমদিকে পাক আর্মিদের অত্যাচার বুঝে উঠতে পারে নি নাসিম—যেদিন বােনের প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ভাই তার জন্য খাবার নিয়ে ফিরল, নাজিয়া শুধু হতবাক চোখে দেখছিল নাসিমের হাফপ্যান্টের রক্ত গড়িয়ে পায়ের তলানিতে ঠেকছে। মুক্তিযুদ্ধের পুরাে ন’মাসে জীবন বাঁচানাের দৌড়ে ছুটতে ছুটতে যখন জীবন বিন্যস্ত হলাে, নাজিয়া ক্রমশ আবিষ্কার করল... নাসিম প্রতিবন্ধী মানুষে রূপান্তরিত হয়েছে। স্বপ্নের প্রেমিক রাকায়েত, হাত বাড়িয়েছিল— এসাে। সেই ন’মাসের যুদ্ধের সমান্তরালে এগিয়েছে এ ন’মাসের নাজিয়ার জীবন লড়াই বর্ণনা । হেডলাইন হয়ে এসেছে নানা কিছু, যেমন পিলখানা হত্যাকাণ্ড, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় । এক কথায় বলতে গেলে এখানে মুক্তিযুদ্ধের ইতিহাস বর্ণনা করতে চান নি লেখক। বরং সেইসব তথ্যের জরুরি ভারেও এই লেখা ভারাক্রান্ত নয়। সেই সময় যুদ্ধের আবহে পড়ে কেমন বিপর্যস্ত হতে পারে মানুষ... আর এখন বীরাঙ্গনা সুরাইয়ার সঙ্গে এক হয়ে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন... সেই সময়কার দানবীয় মানুষগুলাে পাল্টে যাওয়া রূপ নিয়ে কী করে এখনও দাপটে বেড়ায়...। এই ব্যাপারগুলাে গুরুত্বপূর্ণ এবং যন্ত্রণাকরভাবে উঠে এসেছে এই উপন্যাসে। অস্ত্রে পরিণত হয় অলৌকিক স্বপ্নপাথর।
Title | : | সেই সাপ জ্যান্ত |
Author | : | নাসরীন জাহান |
Publisher | : | অন্যপ্রকাশ |
ISBN | : | 9848685766 |
Edition | : | 2010 |
Number of Pages | : | 135 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |