কথা-সাহিত্যিক হাসনাত আবদুল হাই বয়সে প্রবীণ কিন্তু দৃষ্টিভঙ্গি এবং লিখনশৈলীর চর্চায় তিনি সবসময়ই নবীনতার পরিচয় দিয়েছেন। যে বিষয়ে, যখনই লিখুন।কেন, তিনি কেবল সমসাময়িক না, সময়ের চেয়ে কিছুটা অগ্রসর থাকায় সচেষ্ট। তাঁর কোনাে উপন্যাসেই তাই পুনরাবৃত্তি নেই।
হাসনাত আবদুল হাই তাঁর উপন্যাসের পটভূমি হিসাবে বেছে নিয়েছেন বাংলাদেশের জন-জীবনের বিস্তৃত পরিসর। ব্যক্তিগতভাবে অধিকাংশ সময় নাগরিক জীবন যাপন করলেও, নগর এবং গ্রাম, এই উভয় প্রেক্ষিতেই তার উপন্যাস লেখা হয়েছে। যে পটভূমিতেই লেখা হােক, কাহিনীর কেন্দ্রে রয়েছে সকল শ্রেণীর মানুষ, যার জন্য তাঁর উপন্যাসসমগ্রকে বলা যায় সমাজের পূর্ণাঙ্গ দর্পণ । উপন্যাসসমগ্র-১ গ্রন্থে লেখকে এই সার্বিক দৃষ্টিভঙ্গি এবং বহুমুখী সৃজনশীলতার পরি পাওয়া যায়।
মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা সাতজন শহর ও গ্রামের পটভূমিতে কয়েকজন নিম্নবর্গের মানুষের স্বদেশপ্রেম এবং আত্মােৎসর্গের কাহিনী। এখানে বর্ণনা অগ্রসর হয়েছে একটি পরিচিত বিদেশী চলচ্চিত্রের (সেভেন সামুরাই) ছায়াবলম্বনে। নবীর নৌকা কাহিনীতে রয়েছে একটি পৌরাণিক উপকথার প্রতিফলন। প্রায় সামন্ত যুগের শাসন-শােষণের নিগড়ে বাঁধা দরিদ্রদের জীবনে মুক্তির ইঙ্গিত পাওয়া যায় কাহিনীর অন্তিমে।
মােরেলগঞ্জ সংবাদ উপন্যাসে মূলত সমকালে গ্রামীণ সমাজে ক্ষমতাধরদের অত্যাচার ও শােষণ উপজীব্য হলেও এর পাশাপাশি অতীতের এক সমান্তরাল ঘটনার বর্ণনা সমস্ত কাহিনীকে দিয়েছে চিরন্তন বাস্তবতার ব্যঞ্জনা । এখানেও আশাবাদ দিয়েই কাহিনীর উপসংহার । যুবরাজ উপন্যাসে বাংলাদেশের রাজনীতির হতাশাব্যঞ্জক এক চিত্র এঁকেছেন লেখক। রাজনীতির যে নষ্ট এবং ভ্রষ্ট চেহারাকে সামনে নিয়ে এসেছে এই উপন্যাস তা সচেতন পাঠককে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেয়। নভেরা উপন্যাস বাংলাদেশের প্রথম মহিলা ভাস্করের জীবনীভিত্তিক, যা প্রকাশের পর প্রায় বিস্মৃত এই শিল্পী সম্বন্ধে যে আগ্রহ ও কৌতূহল সৃষ্টি হয়েছে তার এখনাে শেষ হয়নি । উপন্যাসটি বিষয়বস্তুর জন্য যেমন, লেখার বৈশিষ্ট্যের জন্যও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বই হিসেবে সমাদৃত।
Title | : | উপন্যাসসমগ্র - ১ |
Author | : | হাসনাত আব্দুল হাই |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9844104068 |
Edition | : | 2006 |
Number of Pages | : | 446 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |